Ajker Patrika

উন্নয়ন প্রকল্প তদারকিতে কমিটি গঠনে ডিসিদের প্রস্তাবে সরকারের না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৮: ৩৬
উন্নয়ন প্রকল্প তদারকিতে কমিটি গঠনে ডিসিদের প্রস্তাবে সরকারের না

কমিটি গঠন করে জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের প্রস্তাবে সায় দেয়নি সরকার। কমিটি না করে আইন অনুযায়ী প্রকল্পগুলোতে প্রয়োজনীয় তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন আজ মঙ্গলবার অর্থ, পরিকল্পনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকেরা চেয়েছিলেন প্রকল্প বাস্তবায়নে যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়। আমরা বলেছি, কমিটি করার প্রয়োজন নেই। নিজের এলাকার ভেতরে কাজ দেখার অধিকার ডিসিদের আছে। আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দিই। সে অনুযায়ী আপনারা কাজ করবেন। আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি।’ 

নিজেও ডিসি ছিলেন জানিয়ে এম এ মান্নান বলেন, ‘যথেষ্ট দায়িত্ব, ক্ষমতা ডিসিদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। সে জন্য ব্রিটিশ ধারণার যে ইনস্পেকশন, সেটার প্রয়োজন নেই। তাঁরা দেখতে যাবেন, ওভারসি করবেন, সেটা আরও বেশি করে করার জন্য ডিসিসাবদের অনুরোধ করেছি।’ 

বিদ্যমান আইনেই ডিসিদের উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা তো অলরেডি বিধান আছে, আমি এটা বলে দিয়েছি। তাঁদের এলাকায় যেসব প্রকল্প আছে জেলা প্রশাসকেরা সেগুলো দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইনস্পেকশন নয়, ইনস্পেকশন শব্দটা ভয়ংকর! পরিদর্শন অর্থে বলেছি। যাওয়া-আসা, খোঁজখবর নেওয়া। সেটাকে আমরা আন্ডারলাইন করেছি।’ 

সরকারি প্রকল্পে ‘বিদেশি ঋণ’ বোঝাতে ‘সহায়তা’ শব্দ ব্যবহারে ডিসিদের সচেতন করা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সহায়তা শব্দটা যেন সাবধানে ব্যবহার করা হয় সেদিকে আমি জোর দিয়েছি। কারণ এটা শুনলে মনে হয় খয়রাতি। আসলে সহায়তা সেই অর্থে আর নেই। উন্নয়ন বাজেট সম্পর্কে বলতে পারি, আমরা ঋণ হিসেবে বড় একটা অংশ নিই। সহায়তা মাঝে মাঝে আসে, সেটা ১/২ শতাংশও হবে না। বড় বড় সংস্থা নিজেদের প্রয়োজনেই এগিয়ে আসে।’ 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে অনেক দেরি হয়, তার বড় একটা কারণ ভূমি অধিগ্রহণ। কিছু আইনগত ব্যাপারও আছে। এটাকে আরও দ্রুত করার জন্য তাদের সহায়তা চেয়েছি।’ 

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা আইএমইডির কার্যালয় চালুর সরকারি উদ্যোগের বিষয়ে ডিসিদের জানানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে আমরা আইএমইডির অফিস করব। সেটাকে বাস্তবায়নের জন্য আমরা বিভাগীয় প্রধানের সহায়তা চেয়েছি। আইএমইডিকে ছড়িয়ে দেওয়ার প্ল্যান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত