Ajker Patrika

করোনা রোগীর লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২: ২৪
করোনা রোগীর লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে রাখার সুপারিশ

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় করোনায় আক্রান্তদের আইসোলেশনের শিথিলতা বিষয়ে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৩ তম সভা অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে চলমান কোভিড-১৯ মোকাবিলায় পাঁচটি বিষয়ে সুপারিশ করেছেন। 

সুপারিশগুলো হল
১। কোভিড-১৯ পজিটিভ রোগীরা লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবেন। এছাড়া কোভিড-১৯ নিশ্চিত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তি যাদের কোনো উপসর্গ নেই তাদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, তবে তাদেরকে টাইট মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। 

২। বিমানবন্দরসহ সব পোর্ট অব এন্ট্রিতে সরকারি স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধির জন্য সুপারিশ করে কমিটি। 
৩। সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ ও নন-কোভিড সব রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করার সুপারিশ করা হয়। 

৪। মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনের বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের যেমন–পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতির নেতাদের সম্পৃক্ত করে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। 

৫। জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে বলে সুপারিশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত