নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন দেশের সব মানুষকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে নাসের চৌধুরী বলেন, মহাবিজয়ের মহানায়ক শিরোনামে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কি বিষয়ে শপথ হবে পরে জানানো হবে। বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি তাতে অংশ নেবেন।
‘পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, দেশের ৫০ বছরের অগ্রগতি-এসবের সমন্বয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বড় আকারে কুচকাওয়াজ হবে। সেখানে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক প্যারেড হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোভিড দেশ থেকে যায়নি সেটি মাথায় রেখেই কোভিড টেস্ট বাধ্যতামূলক। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই সেখানে আসবেন। আমরা অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করব। স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে সবাইকে আহ্বান করেছি।
নাসের চৌধুরী জানান, প্রতিদিন তিন হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে অংশ নিতে করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। সারা দেশের পাশাপাশি সারা পৃথিবীতে এই অনুষ্ঠান সম্প্রচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুটি অনুষ্ঠানকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তাসহ সব ইস্যুতে তারা আলাপ আলোচনা করে যার যা করণীয় ভাগ করে দিয়েছেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন দেশের সব মানুষকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে নাসের চৌধুরী বলেন, মহাবিজয়ের মহানায়ক শিরোনামে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কি বিষয়ে শপথ হবে পরে জানানো হবে। বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি তাতে অংশ নেবেন।
‘পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, দেশের ৫০ বছরের অগ্রগতি-এসবের সমন্বয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বড় আকারে কুচকাওয়াজ হবে। সেখানে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক প্যারেড হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোভিড দেশ থেকে যায়নি সেটি মাথায় রেখেই কোভিড টেস্ট বাধ্যতামূলক। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই সেখানে আসবেন। আমরা অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করব। স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে সবাইকে আহ্বান করেছি।
নাসের চৌধুরী জানান, প্রতিদিন তিন হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে অংশ নিতে করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। সারা দেশের পাশাপাশি সারা পৃথিবীতে এই অনুষ্ঠান সম্প্রচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুটি অনুষ্ঠানকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তাসহ সব ইস্যুতে তারা আলাপ আলোচনা করে যার যা করণীয় ভাগ করে দিয়েছেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানি না দেওয়ার কোনো যুক্তি নেই। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।
১৪ মিনিট আগেমিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
৩ ঘণ্টা আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৩ ঘণ্টা আগেবাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মতামত জানতে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে একটি জনমত জরিপ পরিচালিত হয়েছে। টেলিফোনে এই জরিপে অংশ নিয়েছেন দেশের আটটি বিভাগের ১ হাজার মানুষ।
৩ ঘণ্টা আগে