Ajker Patrika

সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না: ইসি আনিসুর রহমান

ফেনী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪২
সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না: ইসি আনিসুর রহমান

নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান বলেছেন, ‘এবার সুষ্ঠু ভোট না হলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে না। বহির্বিশ্ব আমাদের দিকে ভালো ভোটের জন্য তাকিয়ে আছে। তাই আমরা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন করে দেব। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

ইসি আনিসুর রহমান আরও বলেন, ‘আমরা নিজেরা ভোট ভালো হয়েছে বললে চলবে না, তাদের বলতে হবে, আমাদের দেশে একটি ভালো ভোট হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে। তারা আসা মাত্র আমরা তাদের ভিসার ব্যবস্থা করে দেব। এ ছাড়া দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবে।’

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত