Ajker Patrika

বিদ্যুৎ খাত নিয়ে বিরূপ মূল্যায়ন: এবার অতিরিক্ত সচিব হামিদুল হককে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৩, ২০: ৫৮
বিদ্যুৎ খাত নিয়ে বিরূপ মূল্যায়ন: এবার অতিরিক্ত সচিব হামিদুল হককে বরখাস্ত

অসদাচরণের অভিযোগে এবার সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক প্রধান (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। 

এর আগে আইএমইডির সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কয়েক দিন আগে আইএমইডির পক্ষ থেকে বিদ্যুৎ খাতভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক গবেষণা প্রতিবেদন তৈরি করেন মাহিদুর রহমান। অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক প্রতিবেদনটির উপদেষ্টা ছিলেন। 

বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও রয়েছে এতে।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আইএমইডি প্রতিবাদপত্রে জানায়, প্রতিবেদনে আইএমইডির নামে প্রকাশিত বক্তব্যগুলো প্রকৃতপক্ষে তাঁদের নয়। বক্তব্যগুলো একটি ইংরেজি দৈনিকের বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত একজন কলাম লেখকের মতামত।

কীভাবে একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মতামত আইএমইডির গবেষণা প্রতিবেদনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তা খুঁজে বের করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছিল প্রতিবাদপত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত