Ajker Patrika

আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই: আসিফ নজরুল

ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ নিয়ে এসেছে, সেটার অর্জন ও মাহাত্ম্য যেন ম্লান না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। 

আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ‘আমরা একটা স্বৈরাচার সরকারের পতন করেছি। আইনগতভাবে যারা দোষী আছে, তাঁদের বিচার করতে হবে। সবাইকে আমি একটা কথা সব সময় বলি, যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা সবাইকে মনে রাখতে হবে।’

শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত