ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিতে কাতারকে বাংলাদেশের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০৯

বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দিতে কাতারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল-ঘানিমের সঙ্গে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ মঙ্গলবার দোহাতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের ধর্মবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ১৩ ফেব্রুয়ারি। এ সময় রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্য সব ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত সম্ভাবনাময় খাতে বাংলাদেশ ও কাতারের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলে রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন। 

এ সময় কাতারের মন্ত্রী আর্থসামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত