নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদকে কেন্দ্র করে অনলাইনে বিভিন্ন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল সিম ব্যবহার করে টিকিট কেটে রাখে একটি চক্র। এরপর সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে ফেসবুককে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় বেশি দামে।
গতকাল বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এমন দুটি চক্রের ১২ জনকে আটক করেছে। এর মধ্যে কমলাপুর রেলস্টেশনের বেসরকারি ট্রেনের বুকিং সহকারী প্রতিনিধিও আছেন। এসব কালোবাজারিরা আগামী ১০ দিনের প্রায় ৫০০ টিকিট অনলাইন থেকে কেটে রেখেছেন।
আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩–এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।
ফিরোজ কবীর বলেন, সোহেল ও আরিফুল নামে দুটি চক্র ঠাকুরগাঁও ও ঢাকা থেকে কালোবাজারি পরিচালনা করত। তারা বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে অনলাইনে টিকিট বুক করত। এরপর ভিন্ন ভিন্ন মোবাইল সিম দিয়ে সেই টিকিট কেটে রেখে দিত। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব এই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। আর অভিযানে ঢাকা থেকে ১০ জনকে আটক করা হয়। তাঁদের সূত্র ধরে আরও দুজনকে ঠাকুরগাঁও থেকে আটক করে র্যাব।
ফিরোজ কবীর বলেন, এখানে দুই ধরনের চক্র কালোবাজারির সঙ্গে যুক্ত। একধরনের চক্র অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে তা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে কেটে রাখত। পরে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিক্রি করে। আবার টিকিটের সফট কপি পাঠিয়ে দিয়ে বিকাশ, নগদের মাধ্যমে টাকা বুঝে নেয়।
তিনি বলেন, এমন চক্রের দুজন মানিক ও বকুলকে গতকাল রাজধানীর মৌচাক মোড়ের আশপাশের এলাকা থেকে আটক করা হয়। মানিক মূলত সোহেল নামে একজন ও ঠাকুরগাঁওয়ে অবস্থানকারী আবু, রায়হান ও আনিস নামে আরও তিনজনের সঙ্গে কালোবাজারি ব্যবসা শুরু করেন।
ফিরোজ কবীর বলেন, মানিক ও বকুলের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে আনিস ও রায়হানকে আটক করা হয়। আবুকে এখনো আটক করা যায়নি। রায়হান একটি কম্পিউটারের দোকানে ভুয়া সিম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকগুলো টিকিট একসঙ্গে কেটে নেওয়ার দায়িত্ব সে পালন করে। এদের বড় একটি হোওয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে চাহিদা ও অন্য বিষয়ে আলোচনা করা হয়। আর ঢাকাতে যারা অবস্থান করছে, তারাও একই কাজ করে আসছিল। প্রায় ৫০০ টিকিট এদের থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো আগামী ১০ দিনের আসল টিকিট। এর মধ্যে একতা এক্সপ্রেসের টিকিট তারা তিন হাজার টাকায় বিক্রি করছিল।
কমলাপুর রেলস্টেশনে একটি বেসরকারি ট্রেনের বুকিং সহকারীও একই কাজ করত উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা বলেন, বুকিং সহকারী আরিফুল ইসলাম একটি চক্র চালান। বেসরকারি ট্রেনের বুকিং সহকারী হলেও তাঁর থেকে সরকারি ট্রেনের টিকিট পাওয়া গেছে। তিনিও অনেক দিন ধরেই এগুলো করে আসছিলেন।
ঈদকে কেন্দ্র করে অনলাইনে বিভিন্ন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল সিম ব্যবহার করে টিকিট কেটে রাখে একটি চক্র। এরপর সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে ফেসবুককে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় বেশি দামে।
গতকাল বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এমন দুটি চক্রের ১২ জনকে আটক করেছে। এর মধ্যে কমলাপুর রেলস্টেশনের বেসরকারি ট্রেনের বুকিং সহকারী প্রতিনিধিও আছেন। এসব কালোবাজারিরা আগামী ১০ দিনের প্রায় ৫০০ টিকিট অনলাইন থেকে কেটে রেখেছেন।
আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩–এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।
ফিরোজ কবীর বলেন, সোহেল ও আরিফুল নামে দুটি চক্র ঠাকুরগাঁও ও ঢাকা থেকে কালোবাজারি পরিচালনা করত। তারা বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে অনলাইনে টিকিট বুক করত। এরপর ভিন্ন ভিন্ন মোবাইল সিম দিয়ে সেই টিকিট কেটে রেখে দিত। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব এই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। আর অভিযানে ঢাকা থেকে ১০ জনকে আটক করা হয়। তাঁদের সূত্র ধরে আরও দুজনকে ঠাকুরগাঁও থেকে আটক করে র্যাব।
ফিরোজ কবীর বলেন, এখানে দুই ধরনের চক্র কালোবাজারির সঙ্গে যুক্ত। একধরনের চক্র অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে তা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে কেটে রাখত। পরে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিক্রি করে। আবার টিকিটের সফট কপি পাঠিয়ে দিয়ে বিকাশ, নগদের মাধ্যমে টাকা বুঝে নেয়।
তিনি বলেন, এমন চক্রের দুজন মানিক ও বকুলকে গতকাল রাজধানীর মৌচাক মোড়ের আশপাশের এলাকা থেকে আটক করা হয়। মানিক মূলত সোহেল নামে একজন ও ঠাকুরগাঁওয়ে অবস্থানকারী আবু, রায়হান ও আনিস নামে আরও তিনজনের সঙ্গে কালোবাজারি ব্যবসা শুরু করেন।
ফিরোজ কবীর বলেন, মানিক ও বকুলের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে আনিস ও রায়হানকে আটক করা হয়। আবুকে এখনো আটক করা যায়নি। রায়হান একটি কম্পিউটারের দোকানে ভুয়া সিম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকগুলো টিকিট একসঙ্গে কেটে নেওয়ার দায়িত্ব সে পালন করে। এদের বড় একটি হোওয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে চাহিদা ও অন্য বিষয়ে আলোচনা করা হয়। আর ঢাকাতে যারা অবস্থান করছে, তারাও একই কাজ করে আসছিল। প্রায় ৫০০ টিকিট এদের থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো আগামী ১০ দিনের আসল টিকিট। এর মধ্যে একতা এক্সপ্রেসের টিকিট তারা তিন হাজার টাকায় বিক্রি করছিল।
কমলাপুর রেলস্টেশনে একটি বেসরকারি ট্রেনের বুকিং সহকারীও একই কাজ করত উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা বলেন, বুকিং সহকারী আরিফুল ইসলাম একটি চক্র চালান। বেসরকারি ট্রেনের বুকিং সহকারী হলেও তাঁর থেকে সরকারি ট্রেনের টিকিট পাওয়া গেছে। তিনিও অনেক দিন ধরেই এগুলো করে আসছিলেন।
তরুণ ছেলে-মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে...
২ মিনিট আগেনরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশমন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।
১৪ মিনিট আগেচলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৯ মিনিট আগেইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে শনিবার থেকে এই মেলার আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধ
২১ মিনিট আগে