নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবিলম্বে বাংলাদেশের সকল দলমতের ভিত্তিতে দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি বাংলাদেশকে একদলীয় শাসনের জাঁতাকল থেকে রক্ষায় জন্য প্রবাসী ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিশ্ববাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনের অক্সফোর্ডে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বিশ্বের দশটি দেশের বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এসব বলেন জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘গণতন্ত্র ও বাক্স্বাধীনতা না থাকায় বাংলাদেশের মানুষ তাদের স্বাস্থ্য, শিক্ষা, ভোটাধিকার সবকিছু হারিয়েছে। জবাবদিহি না থাকায় করোনাকালে কোটি কোটি মানুষকে দুর্নীতি ও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সে অবস্থা থেকে উত্তরণের জন্যই জাতীয় সরকারে দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উল্লেখ করেন তিনি।’
বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান ও বিবেকবান সকলের প্রতি তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সমস্যা তার একার নয়। বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিশ্বের সকল অংশেই কোনো না কোনোভাবে তাঁর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববাসী আমাদের মুক্তির জন্য এগিয়ে এসেছিল। আজও বাংলাদেশে যখন আবার বিপদে পড়েছে, তখন প্রবাসীরা তাঁদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর উদ্যোগে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসনাত এম হোসাইন, সঞ্চালনায় ছিলেন, শামসুল আলম লিটন।
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উদ্যোগে গত ২৯ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধে অবদানের জন্য একশ জন প্রবাসী সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। জাফরুল্লাহ চৌধুরী সংস্থাটির আমন্ত্রণে সম্মাননা গ্রহণ করেন ও অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে পূর্ব লন্ডনে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় জাফরুল্লাহ চৌধুরীকে দেশের জন্য জীবনব্যাপী তাঁর অসামান্য অবদানের জন্য ‘দেশমান্য’ খেতাবে ভূষিত করা হয়।
অবিলম্বে বাংলাদেশের সকল দলমতের ভিত্তিতে দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি বাংলাদেশকে একদলীয় শাসনের জাঁতাকল থেকে রক্ষায় জন্য প্রবাসী ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিশ্ববাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনের অক্সফোর্ডে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বিশ্বের দশটি দেশের বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এসব বলেন জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘গণতন্ত্র ও বাক্স্বাধীনতা না থাকায় বাংলাদেশের মানুষ তাদের স্বাস্থ্য, শিক্ষা, ভোটাধিকার সবকিছু হারিয়েছে। জবাবদিহি না থাকায় করোনাকালে কোটি কোটি মানুষকে দুর্নীতি ও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সে অবস্থা থেকে উত্তরণের জন্যই জাতীয় সরকারে দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উল্লেখ করেন তিনি।’
বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান ও বিবেকবান সকলের প্রতি তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সমস্যা তার একার নয়। বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিশ্বের সকল অংশেই কোনো না কোনোভাবে তাঁর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববাসী আমাদের মুক্তির জন্য এগিয়ে এসেছিল। আজও বাংলাদেশে যখন আবার বিপদে পড়েছে, তখন প্রবাসীরা তাঁদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর উদ্যোগে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসনাত এম হোসাইন, সঞ্চালনায় ছিলেন, শামসুল আলম লিটন।
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উদ্যোগে গত ২৯ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধে অবদানের জন্য একশ জন প্রবাসী সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। জাফরুল্লাহ চৌধুরী সংস্থাটির আমন্ত্রণে সম্মাননা গ্রহণ করেন ও অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে পূর্ব লন্ডনে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় জাফরুল্লাহ চৌধুরীকে দেশের জন্য জীবনব্যাপী তাঁর অসামান্য অবদানের জন্য ‘দেশমান্য’ খেতাবে ভূষিত করা হয়।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৭ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৮ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৯ ঘণ্টা আগে