Ajker Patrika

আরও ১০ সংসদীয় কমিটি, মন্ত্রিত্ব হারানো ৩ এমপি হলেন সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫১
আরও ১০ সংসদীয় কমিটি, মন্ত্রিত্ব হারানো ৩ এমপি হলেন সভাপতি

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ৫০টি কমিটির মধ্যে ৩৮টি কমিটি গঠিত হলো। আজ মঙ্গলবার গঠিত ১০ কমিটির মধ্যে তিনটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রিত্ব হারানো ৩ এমপি। 

তাঁরা হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন আ হ ম মুস্তফা কামাল। এবারের মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি। তাঁকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। গত একাদশ সংসদে এই কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। তাঁকে এবার অর্থমন্ত্রী করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এম এ মান্নান। আওয়ামী লীগের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার পরিকল্পনা মন্ত্রী করা হয়েছে আব্দুস সালামকে।

গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক। এবার তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তাঁর পক্ষে এই কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম রুহুল হককে। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (দীপু মনি), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৪), শামীম শাহনেওয়াজ (পিরোজপুর-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), এ ডি এম শহীদুল ইসলাম (শেরপুর-৩), এনামুল হক বাবুল (যশোর-৪), আবদুল ওয়াহেদ (ময়মনসিংহ-১১)। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। রুহুল হক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (ওবায়দুল কাদের), আবু জাহির (হবিগঞ্জ-৩), শেখ সালাহউদ্দিন (খুলনা-২), মুজিবুল হক (কুমিল্লা-১১), জাহাঙ্গীর আলম (কুমিল্লা-৩), আব্দুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), গোলাম ফারুক পিংকু (লক্ষ্মীপুর-৩), মুজিবুর রহমান (চট্টগ্রাম-১৬)। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন রওশন আরা মান্নান। তিনি জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন—ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জিল্লুল হাকিম), নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), গোলাম ফারুক খন্দকার প্রিন্স (পাবনা-৫) ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোনা-৩), সাইফুল ইসলাম (ঢাকা-১৯), শফিকুর রহমান (রাজশাহী-২)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মির্জা আজম (জামালপুর-৩), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আলী আজগর (চুয়াডাঙ্গা-২), মাহবুবুর রহমান (চট্টগ্রাম-১), আবদুস সবুর (কুমিল্লা-১), ইয়াকুব আলী (যশোর-৫)। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন আ ফ ম রুহুল হক।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি জিয়াউর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (নসরুল হামিদ), আলী আজগর (চুয়াডাঙ্গা-২), আবু জাহির (হবিগঞ্জ-৩), তানভীর শাকিল জয় (সিরাজগঞ্জ-১), সেলিম মাহমুদ (চাঁদপুর-১), আবদুর রউফ (কুষ্টিয়া-৪), ওমর ফারুক (নওগাঁ-৬)। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন ওয়াসিকা আয়শা খান। তিনি সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। 

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি হয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জাহিদ ফারুক), নজরুল ইসলাম (নরসিংদী-১), এ কে এম এনামুল হক শামীম (শরিয়তপুর-২), আফজাল হোসেন (কিশোরগঞ্জ-৫), নুরুন্নবী চৌধুরী (ভোলা-৩), সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (কুড়িগ্রাম-৩), রনজিৎ চন্দ্র সরকার (সুনামগঞ্জ-১), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১)। 

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (খালিদ মাহমুদ চৌধুরী), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), মো. জাকারিয়া (দিনাজপুর-১), ফিরোজ আহম্মেদ স্বপন (সাতক্ষীরা-১), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), আওলাদ হোসেন (ঢাকা-৪)। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন রফিকুল ইসলাম। তিনি এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-১৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (এ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), রশিদুজ্জামান (খুলনা-৬), সালাহউদ্দিন মিয়াজী (ঝিনাইদহ-৩) মজিবুর রহমান মজনু (বগুড়া-৫), রেজওয়ান আহম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), আবদুল হাফিজ মল্লিক (বরিশাল-৬)। একাদশ জাতীয় সংসদের সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এবার মনোনয়ন পাননি।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক পরকিল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নান। সদস্য হিসাবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আবদুস সালাম), রফিকুল ইসলাম (চাঁদপুর-৫), বীরেন শিকদার (মাগুরা-২), আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১৩), আবদুস সবুর (কুমিল্লা-১), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)। একাদশ জাতীয় সংসদের সভাপতি আবুল কালাম আজাদ এবার মনোনয়ন পাননি। 

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামাল। সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আবুল হাসান মাহমুদ আলী), টিপু মুনশি (রংপুর-৪), এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), এ কে আবদুল মোমেন (সিলেট-১), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), আবুল কালাম আজাদ (জামালপুর-৫), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫)। একাদশ জাতীয় সংসদের কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত