Ajker Patrika

‘মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর চাপ বেড়েছে’, জাতিসংঘ প্রতিনিধিদের ‘মায়ের ডাক’ সমন্বয়কারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০: ১১
‘মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর চাপ বেড়েছে’, জাতিসংঘ প্রতিনিধিদের ‘মায়ের ডাক’ সমন্বয়কারী

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় ঘুরে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বোন।

আজ মঙ্গলবার রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় খোঁজখবর নিতে যায় জাতিসংঘ প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ কথা বলেন সানজিদা। 

পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় যান। ওই সময় পথে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় সরকারও যুক্তরাষ্ট্রকে ‘প্রটোকল’ মেনে চলার আহ্বান জানায়। 

এর মধ্যে আজ সাজেদুল ইসলামের বাসায় গেল জাতিসংঘের প্রতিনিধিদল। দলটিতে ছিলেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক দুই উপদেষ্টা হুমা খান ও জাহিদ হোসেন। 

এ বিষয়ে সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসায় পরিবারটির ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, কোনো হয়রানির শিকার হতে হয়েছে কি না, এসব জানতে এসেছিলেন জাতিসংঘের কর্মকর্তারা। 

মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর বাসায় পুলিশ গিয়েছিল জানিয়ে সানজিদা বলেন, ‘চাপ এলে কী কী করা যেতে পারে, সেসব বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা কথা বলেছেন।’ 

পিটার হাস গত ১৪ ডিসেম্বর ওই বাসায় গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে ঢাকায় মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। এর ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। 

বিএনপির নেতা সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত