নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় ঘুরে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বোন।
আজ মঙ্গলবার রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় খোঁজখবর নিতে যায় জাতিসংঘ প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ কথা বলেন সানজিদা।
পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় যান। ওই সময় পথে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় সরকারও যুক্তরাষ্ট্রকে ‘প্রটোকল’ মেনে চলার আহ্বান জানায়।
এর মধ্যে আজ সাজেদুল ইসলামের বাসায় গেল জাতিসংঘের প্রতিনিধিদল। দলটিতে ছিলেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক দুই উপদেষ্টা হুমা খান ও জাহিদ হোসেন।
এ বিষয়ে সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসায় পরিবারটির ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, কোনো হয়রানির শিকার হতে হয়েছে কি না, এসব জানতে এসেছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর বাসায় পুলিশ গিয়েছিল জানিয়ে সানজিদা বলেন, ‘চাপ এলে কী কী করা যেতে পারে, সেসব বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা কথা বলেছেন।’
পিটার হাস গত ১৪ ডিসেম্বর ওই বাসায় গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে ঢাকায় মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। এর ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন।
বিএনপির নেতা সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় ঘুরে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বোন।
আজ মঙ্গলবার রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় খোঁজখবর নিতে যায় জাতিসংঘ প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ কথা বলেন সানজিদা।
পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় যান। ওই সময় পথে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় সরকারও যুক্তরাষ্ট্রকে ‘প্রটোকল’ মেনে চলার আহ্বান জানায়।
এর মধ্যে আজ সাজেদুল ইসলামের বাসায় গেল জাতিসংঘের প্রতিনিধিদল। দলটিতে ছিলেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক দুই উপদেষ্টা হুমা খান ও জাহিদ হোসেন।
এ বিষয়ে সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসায় পরিবারটির ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, কোনো হয়রানির শিকার হতে হয়েছে কি না, এসব জানতে এসেছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর বাসায় পুলিশ গিয়েছিল জানিয়ে সানজিদা বলেন, ‘চাপ এলে কী কী করা যেতে পারে, সেসব বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা কথা বলেছেন।’
পিটার হাস গত ১৪ ডিসেম্বর ওই বাসায় গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে ঢাকায় মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। এর ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন।
বিএনপির নেতা সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
২ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
৩ ঘণ্টা আগেউপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা এবং বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তী সময়ে ঘটলে টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা
৩ ঘণ্টা আগেনবনিযুক্ত নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’ আজ সোমবার ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
৪ ঘণ্টা আগে