Ajker Patrika

৪ পুলিশ এসে ফখরুলকে বলেন—যেতে হবে, ওপরের নির্দেশ: স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১: ১০
৪ পুলিশ এসে ফখরুলকে বলেন—যেতে হবে, ওপরের নির্দেশ: স্ত্রী

বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ। 

আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’ 

বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।

শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত