নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ।
আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।
শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ।
আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।
শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন...
৪ ঘণ্টা আগেযশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগেদেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (১০ মার্চ) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।
১ দিন আগেরাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।
১ দিন আগে