নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
৬ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
৮ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
৯ ঘণ্টা আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১২ ঘণ্টা আগে