Ajker Patrika

সারের দাম কমানোর দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২৩: ৪৪
সারের দাম কমানোর দাবি সিপিবির

আন্তর্জাতিক বাজারে কমলেও দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটির নেতা-কর্মীরা। 

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কৃষকেরা ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও সকল প্রকার সারের দাম বাড়ানো হলো। এতে বিঘাপ্রতি কৃষকের মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বিভিন্ন কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না। 

তিনি আরও বলেন, সরকারি সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও বছরের অধিকাংশ সময় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকে। এ সময় তিনি সার কারখানা আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নিয়মিত সার উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান। 

সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার, আবিদ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত