নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের হামলা, মামলা এবং নিহত বিএনপি নেতা-কর্মীদের রক্তের প্রতিশোধ নিতে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যুবদল নেতা শাওনের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই ভয়াবহ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আমাদের ভাই শাওনের প্রাণ গেছে। নেত্রকোনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিএনপির অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। তাঁরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে ভোলাতে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শহীদ হয়েছেন।’
বর্তমান সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য এ দেশের মানুষ যখন আন্দোলন করছে তখন তারা মনে করছে, গুলি, গুম, হত্যা, খুন ও নির্যাতন করে সেই আন্দোলনকে দমিয়ে দেবে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। এরপর সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে আমাদের লক্ষ্য।’
সমাবেশে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘যুবদল কর্মী শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে সারা দেশে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গায়েবানা জানাজা এবং শনিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সমাবেশে আরও বক্তব্যে রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকেই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারসহ ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা ‘পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পরো’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘তাহাজ্জুদের আউলিয়া, দেশ করেছে দেউলিয়া’, ‘আমার ভাই মরল কেন, খুনি হাসিনা জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিএনপির শোভাযাত্রা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড়, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালিকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় কার্যালয়, বিজয়নগর, কাকরাইল ও পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়ে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ দিকে সমাবেশ ও দীর্ঘ র্যালির ফলে পল্টন, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকেল সোয়া চারটা থেকে নয়াপল্টন, পল্টন, প্রেসক্লাব এলাকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। এ সময় অধিকাংশ মানুষকে রাস্তায় হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এই এলাকা বন্ধ থাকার ফলে মিরপুর, বিজয় সরণি, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, শান্তিনগর, মহাখালী ও রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের হামলা, মামলা এবং নিহত বিএনপি নেতা-কর্মীদের রক্তের প্রতিশোধ নিতে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যুবদল নেতা শাওনের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই ভয়াবহ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আমাদের ভাই শাওনের প্রাণ গেছে। নেত্রকোনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিএনপির অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। তাঁরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে ভোলাতে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শহীদ হয়েছেন।’
বর্তমান সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য এ দেশের মানুষ যখন আন্দোলন করছে তখন তারা মনে করছে, গুলি, গুম, হত্যা, খুন ও নির্যাতন করে সেই আন্দোলনকে দমিয়ে দেবে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। এরপর সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে আমাদের লক্ষ্য।’
সমাবেশে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘যুবদল কর্মী শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে সারা দেশে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গায়েবানা জানাজা এবং শনিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সমাবেশে আরও বক্তব্যে রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকেই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারসহ ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা ‘পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পরো’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘তাহাজ্জুদের আউলিয়া, দেশ করেছে দেউলিয়া’, ‘আমার ভাই মরল কেন, খুনি হাসিনা জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিএনপির শোভাযাত্রা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড়, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালিকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় কার্যালয়, বিজয়নগর, কাকরাইল ও পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়ে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ দিকে সমাবেশ ও দীর্ঘ র্যালির ফলে পল্টন, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকেল সোয়া চারটা থেকে নয়াপল্টন, পল্টন, প্রেসক্লাব এলাকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। এ সময় অধিকাংশ মানুষকে রাস্তায় হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এই এলাকা বন্ধ থাকার ফলে মিরপুর, বিজয় সরণি, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, শান্তিনগর, মহাখালী ও রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১০ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২১ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ দিন আগে