নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।
কঠিন সময়ে দলের প্রতি নেতাকর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
৩ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১ দিন আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১ দিন আগে