Ajker Patrika

যোগ্য ব্যক্তি ছাড়া আর কাউকে প্রার্থী করা হবে না: রওশন এরশাদ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৬: ০৫
যোগ্য ব্যক্তি ছাড়া আর কাউকে প্রার্থী করা হবে না: রওশন এরশাদ

দলকে শক্তিশালী করতে যোগ্যদের প্রার্থী দিয়ে মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরে শহীদ রফিক সরণিতে সাবেক মন্ত্রীর বাসভবনে সাংবাদিক ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘দলকে শক্তিশালী করতে যোগ্যদের প্রার্থী দিয়ে মূল্যায়ন করা হবে। যে কেউ নাম-ডাকের জন্য জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু যোগ্য ব্যক্তি ছাড়া ভবিষ্যতে আর কাউকে প্রার্থী করা হবে না। পল্লিবন্ধুর প্রকৃত সৈনিক ও ত্যাগী নেতৃত্বের হাতেই তুলে দেওয়া হবে লাঙল।’

মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনূর রশীদ বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক পল্লিবন্ধুর তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনী প্রক্রিয়াকে চূড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করা হয়েছে। শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সিঙ্গাইর উপজেলা জাপার সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, সিঙ্গাইর উপজেলা জাপার সহসভাপতি মো. ফিরোজ হোসেন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত