আ.লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ১৮: ২২
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮: ৪২

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানান আজকের পত্রিকাকে।

এর আগে ২০১৯ সালের ২০ ও ২১ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় বেশ ঘটা করেই সম্মেলন করে দলটি। তবে এবার বৈশ্বিক কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ কারণে দলটি এবার সাদামাটাভাবেই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে ২২তম জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি কার্যনির্বাহী বৈঠকে বলেন, ‘খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা৷’ সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় গণভবনের গেটে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গণমাধ্যমকে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে দলটির ২২তম জাতীয় সম্মেলন। তা এক দিনেই শেষ হবে। সকালে উদ্বোধনী অধিবেশন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত