Ajker Patrika

আমরা আপনাদের ভয় পাই, বিএনপির উদ্দেশে শাজাহান

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪: ০৩
আমরা আপনাদের ভয় পাই, বিএনপির উদ্দেশে শাজাহান

কথায় আছে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’। আমরা আপনাদের ভয় পাই, পেট্রলবোমা দিয়ে মানুষ মেরেছেন। আপনাদের ভয় পাই, ধর্মের নামে মানুষ মেরেছেন, ইসলামের কথা বলে মানুষ হত্যা করেছেন, মানুষ ধর্ষণ করেছেন। আমরা আপনাদের দেখলে ভয় পাই, বাংলার মানুষ ভয় পায়। সুতরাং ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের ধূলিসাৎ হয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে বলে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বিকেলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান সাভারের আশুলিয়ায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

এ সময় শাজাহান খান আরও বলেন, ‘শুনলাম ফখরুল আহমেদ বললেন, ওনারা বাংলাদেশকে নাকি নতুনভাবে স্বাধীন করবেন। অবস্থাটা বুঝতে হবে কিন্তু, ভয়াবহ কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে স্বাধীন করবেন, বাংলাদেশ তো স্বাধীন দেশ। ওনারা স্বাধীন করার নাম করে রাজাকার, আলবদর, জামায়াত ইসলাম যারা পাকিস্তানের পরপরই আমাদের দেশের মানুষ হত্যা করেছিল, মা-বোনের সম্ভ্রমহানি করেছিল, তাদের আবার সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছেন।’ 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি শোক দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ আয়োজনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন, পরিচালনা করেন সদস্যসচিব নাহিদুল হাসান নয়ন ও যুগ্ম সদস্যসচিব মো. রাকিবুল ইসলাম সোহাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত