Ajker Patrika

ভোট পাহারায় এই সরকারকে রাখা যাবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯: ৫৬
ভোট পাহারায় এই সরকারকে রাখা যাবে না: গয়েশ্বর

বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানকে ‘বিড়ালের মাছ পাহারা’র সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) গণভবনে বসে আসন ভাগাভাগি করবেন, তা হতে পারে না। আপনাকে ক্ষমতায় রেখে সাধারণ মানুষ ভোটের অধিকার কোনো দিনই ফিরে পাবে না। শুঁটকি মাছ পাহারার জন্য যেমন বিড়াল রাখা যাবে না, তেমনি ভোট পাহারার জন্য আপনাকে রাখা যাবে না।’

‘সরকারের পতন খুব নিকটে’—এমন হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। বিএনপির দাবি মানবেন কি মানবেন না, তা আপনাদের (সরকার) বিষয়। কিন্তু জনগণের দাবি মেনে দিনের ভোট দিনে দিন। মানুষ আর রাতের ভোট চায় না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, না হলে আপনাদের কী হবে, তা কেউ জানে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এই মানববন্ধনের আয়োজন করে। গয়েশ্বর বলেন, ‘মামলা আর রিজভীদের জেলে রেখে নির্বাচন দেবেন, সেটা ভুলে যান। ২০১৮ সালের মতো বিএনপিকে নির্বাচনে নেবেন, কাউকে ভাগিয়ে নেবেন, তা হবে না। মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না। বাংলাদেশের মানুষ ভোটকেন্দ্রে যাবে না, কোনো দল নির্বাচনে যাবে না। যারা যাবে, তারা বেইমান হবে। বিএনপিকে ভয়ডর দেখিয়ে লাভ নাই। বিএনপি কাউকে ভয় পায় না।’

প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অচিরেই আপনাকে ক্ষমতা থেকে নামতে হবে। কোথায় যাবেন সেটা খুঁজুন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত