নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্বের মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’
নিজের পরিকল্পনার জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি তো জাতীয় সংসদের সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা, তা যথাযথভাবে পালন করব।’
যিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তার প্রতি কী পরামর্শ থাকবে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়কে গতিশীল ও বেগবান করার জন্য আমি যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি, তিনি সেগুলো শেষ করবেন এটাই আশা করব।’
বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জে। উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে কারমাইকেল কলেজ থেকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিকম পাস করেন। বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নুরুজ্জামান প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রী হন।
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্বের মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’
নিজের পরিকল্পনার জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি তো জাতীয় সংসদের সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা, তা যথাযথভাবে পালন করব।’
যিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তার প্রতি কী পরামর্শ থাকবে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়কে গতিশীল ও বেগবান করার জন্য আমি যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি, তিনি সেগুলো শেষ করবেন এটাই আশা করব।’
বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জে। উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে কারমাইকেল কলেজ থেকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিকম পাস করেন। বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নুরুজ্জামান প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রী হন।
আত্মপ্রকাশের পর সংবিধান পুনর্লিখনের দাবি তুলেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, তার আমূল পরিবর্তন করতে হবে। এ জন্য নতুন সংবিধান বা পুনর্লিখন প্রয়োজন। একমাত্র গণপরিষদ নির্বাচনই সংবিধান পুনর্লি
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে সম্প্রতি নির্বাচন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দল নির্বাচনের কথা বলছে। তবে আগে জাতীয় সংসদ না স্থানীয় সরকারের নির্বাচন—এ নিয়ে
৭ ঘণ্টা আগেসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগেশেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
১৫ ঘণ্টা আগে