Ajker Patrika

জনগণের টাকা লুটপাট এবং অসম্পূর্ণ নির্মাণকাজ বিএনপি-জামায়াত শাসনের বৈশিষ্ট্য: জয়

বাসস, ঢাকা
জনগণের টাকা লুটপাট এবং অসম্পূর্ণ নির্মাণকাজ বিএনপি-জামায়াত শাসনের বৈশিষ্ট্য: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জনগণের টাকা লুটপাট, অসম্পূর্ণ নির্মাণকাজ এবং ইশতেহারে দেওয়া অপূর্ণ প্রতিশ্রুতি ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামায়াত সরকারের বৈশিষ্ট্য। 

সম্প্রতি তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর, সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে’ শিরোনামের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বিএনপি জামাত জোটের ২০০১ থেকে ২০০৬ শাসনামলে রাস্তা, ব্রিজ-কালভার্ট, সরকারি ভবনের সব কাজ থেকেছে অসম্পূর্ণ-কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি।’ 

পোস্টের সমর্থনে একটি ভিডিও যোগ করে তিনি বলেন, ‘এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে সব সরকারি কাজ হাওয়া ভবন ভাগ করে দিতো সিন্ডিকেট করে আর তারেকের ঘনিষ্ঠরা কীভাবে কাজের নামে দুর্নীতি করে অঢেল অর্থের মালিক হয়ে যেত। কথাগুলো শুনবেন সাধারণ মানুষের মুখেই, যারা ঐসময় বিএনপি জামাতের এই সিন্ডিকেট বাণিজ্যের ভুক্তভোগী ছিল।’ 

ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে যে, ‘বিএনপি-জামায়াত জোটের নির্বাচনী ইশতেহারে ১০০টিরও বেশি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে মাত্র কয়েকটি বাস্তবতার মুখ দেখেছে।’ 

২০০১-২০০৬ মেয়াদকে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার পাঁচ বছর’ হিসেবে উল্লেখ করে, সজীব ওয়াজেদ জয় সেই সময়ের কিছু গুরুতর সমস্যার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্য, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 

তিনি তার দাবির সপক্ষে প্রমাণ হিসেবে সাথে থাকা ভিডিওতে অসম্পূর্ণ সেতুর ছবি এবং সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি যাচাইকারী ঠিকাদারদের সাক্ষাৎকার দেখিয়েছেন।

সজীব ওয়াজেদ জয় তাঁর পোস্টের শেষে লিখেন, ‘আমি ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত ভাবেই আপনাদের সামনে নিয়ে আসব বিএনপি জামাত জোট সরকারের আমলের দুঃশাসনের কথা। পেজে যুক্ত থাকুন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত