Ajker Patrika

তালেবানরা মুক্তিযোদ্ধা, তাদের সম্মান করতে শেখা উচিত: জাফরউল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০: ৪০
তালেবানরা মুক্তিযোদ্ধা, তাদের সম্মান করতে শেখা উচিত: জাফরউল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল বিশ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেওয়ার জন্যে। কিন্তু তাদের কথা না শুনে প্রধানমন্ত্রী ভুল করেছেন। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে করোনা ডেলটা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা শীর্ষক লেবার পার্টির গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

ডা. জাফরুল্লাহ বলেন, এই ভুল সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন থেকে দূরে সরে গেলেন। এই অনুরোধ প্রধানমন্ত্রীর রাখা উচিত। কারণ আফগানরা বিপদে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো দরকার। এতে করে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। বরং আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের জন্যে ভালো হবে। 

তালেবানদের মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা বিশ বছর অপেক্ষায় ছিল বিদেশিদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষা করার। এখন তারা সফল হয়েছে। আমরা করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে তারা করেছে অন্য দেশের বিরুদ্ধে। অন্য দেশের মুক্তিযোদ্ধাদের সন্মান করতে শেখা উচিত। যারাই মুক্তিসংগ্রাম করছে তাদেরই সমর্থন করা দরকার। ভারতের মুক্তিকামীদের পাশেও দাঁড়ানো দরকার। 

জাফরউল্লাহ বলেন, তালেবানদের স্বীকৃতি দিতে হবে। না হলে তারা ভারতের কট্টর হিন্দুত্ববাদের মত হয়ে উঠবে। ইসলামিক উদার রাষ্ট্র না হয়ে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে। স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তাদের প্রভাবিত করা যাবে। 

জিয়ার মাজারে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার বিষয়ে জাফরউল্লাহ বলেন, এটা সরকারের আরেক ভুল। তারা দেশকে অত্যাচারের বিভীষিকায় পরিণত করেছে। এই অবস্থা উত্তরণে দেশের সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

বৈঠকে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত