ঢাকায় আ.লীগের বিজয় শোভাযাত্রা মঙ্গলবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২: ৩৫
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০: ৪২

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটা থেকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এ শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

এদিকে বিজয় শোভাযাত্রায় রাজধানীতে ব্যাপক জমায়েতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখার পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যোগ দিতে বলেছে আওয়ামী লীগ। নেতারা জানিয়েছেন, বেলা আড়াইটার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটের সামনে জড়ো হবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্ত সাপেক্ষে র‍্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (অপারেশন) মো. আবু ইউসুফ।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার সই করা করা এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইনশৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

আজ সোমবার আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা করার কথা ছিল। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত