প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
একুশ ও ১৫ই আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল শনিবার দুপুরে মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাসহ উপস্থিত সকল আওয়ামী লীগ নেতাদের হত্যার প্রচেষ্টা চালানো হয়।
মন্ত্রী আরও বলেন, ১৫ই আগস্টের মতো ২১শে আগস্টের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তাই ১৫ ই আগস্ট ও ২১ শে আগস্ট এক সূত্রেই গাঁথা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশ ও ১৫ই আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল শনিবার দুপুরে মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাসহ উপস্থিত সকল আওয়ামী লীগ নেতাদের হত্যার প্রচেষ্টা চালানো হয়।
মন্ত্রী আরও বলেন, ১৫ই আগস্টের মতো ২১শে আগস্টের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তাই ১৫ ই আগস্ট ও ২১ শে আগস্ট এক সূত্রেই গাঁথা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটি থেকে ‘শিবির’ ট্যাগিংয়ের মাধ্যমে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
৩২ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
২১ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
১ দিন আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
১ দিন আগে