নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজশাহী ও শেরপুরে কৃষকদের আত্মহত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। ঘোষণা অনুযায়ী আগামী ৬ এপ্রিল বুধবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং ৭ এপ্রিল দেশের জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ করবে সংগঠনটি।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। একজনের নাম রবি মারান্ডি, অপরজন অভিনাথ মারান্ডি। এ দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাঁদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তাঁরা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেননি। ফলে হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এই দুজন কৃষক আত্মহত্যা করেন। সারা দেশে বিক্ষোভ-মানববন্ধনে উত্তাল জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন নিজের জমিতে আত্মহত্যার মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে যে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কে নেবে এসবের দায়?’
রিজভী বলেন, ‘চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে সচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছেন কিংবা আত্মহত্যা করছেন। বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থভান্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।’
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে-না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান-বাজনা আর আমোদ-ফুর্তিতে মেতে রয়েছেন। প্রধানমন্ত্রী যখন আমোদ-ফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। গত ২১ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় এক দম্পতি তাঁদের ১৩ মাস বয়সী শিশুসন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।’
রাজশাহী ও শেরপুরে কৃষকদের আত্মহত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। ঘোষণা অনুযায়ী আগামী ৬ এপ্রিল বুধবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং ৭ এপ্রিল দেশের জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ করবে সংগঠনটি।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। একজনের নাম রবি মারান্ডি, অপরজন অভিনাথ মারান্ডি। এ দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাঁদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তাঁরা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেননি। ফলে হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এই দুজন কৃষক আত্মহত্যা করেন। সারা দেশে বিক্ষোভ-মানববন্ধনে উত্তাল জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন নিজের জমিতে আত্মহত্যার মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে যে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কে নেবে এসবের দায়?’
রিজভী বলেন, ‘চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে সচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছেন কিংবা আত্মহত্যা করছেন। বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থভান্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।’
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে-না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান-বাজনা আর আমোদ-ফুর্তিতে মেতে রয়েছেন। প্রধানমন্ত্রী যখন আমোদ-ফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। গত ২১ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় এক দম্পতি তাঁদের ১৩ মাস বয়সী শিশুসন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এ দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
১০ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য খাতে এ দেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। দেশের স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই। আজ শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব...
১০ ঘণ্টা আগেমাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন...
১৫ ঘণ্টা আগেনারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং ভুক্তভোগীদের জন্য আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে সারা দেশে সেল গঠন করেছে বিএনপি। বিএনপির ৮৪টি সাংগঠনিক জেলায় ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ নামের এই সেলগুলো কাজ করবে...
১৬ ঘণ্টা আগে