Ajker Patrika

এবার নৌকা না পাওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন তরীকতের নজিবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫: ০২
এবার নৌকা না পাওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন তরীকতের নজিবুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য কয়টি আসন ছাড়বে কিংবা আদৌ ছাড়বে কি না—এসব বিষয়ে আলোচনা চলছিল। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গতকাল বৃহস্পতিবার ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর কথায় পরিষ্কার হয়, জোটে শরিকদের সাতটি আসন ছাড়া হচ্ছে। 

এই তালিকায় বাদ পড়েছেন চট্টগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি গত নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার নৌকা হারানোর শঙ্কায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নৌকা হারানোর শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন।

নজিবুল বশর দাবি করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয়। তিনি বলেন, ‘আমরা জানি, আমরা আছি। আমি জানি আমারটা আছে। আমাকে ৪ ডিসেম্বরই বলে দেওয়া হয়েছিল।’ 

নজিবুল বশর বলেন, ‘৪ ডিসেম্বর আমরা গণভবনে যাই। আলোচনা হয়েছে। আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন কমিটিগুলো করা হয়। সেদিন ওবায়দুল কাদের প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকিগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।’ 

এদিকে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র আজকের পত্রিকাকে জানায়, এবার তরীকতের নজিবুল বশর নন, আসনটি পেতে পারেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ। সাইফুদ্দিন আহমদ নজিবুল বশরের ভাতিজা। 

এ প্রসঙ্গে নজিবুল বশর বলেন, তিন মাস আগে নিবন্ধন পেয়ে যদি কেউ মনোনয়ন পায়, তাহলে রাজনীতির অবস্থান কোথায় যাবে? সুপ্রিম পার্টি তো জোটে নাই। তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী? ক্যারিয়ার কী? হঠাৎ কেউ এল, দু-চারটা প্রোগ্রাম করল, বলে দিলেন আছে। এটা দেশের জন্য, আগামী রাজনীতির জন্য অশনিসংকেত। 

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বিএনপি-জামায়াত রাজনীতির বাইরে। তারা সন্ত্রাসসহ আন্দোলন করে যাচ্ছে। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত