Ajker Patrika

সরকার উৎখাতে ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে: আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২২, ১৯: ৪৮
সরকার উৎখাতে ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে: আমীর খসরু 

বর্তমান সরকারকে উৎখাত করতে দলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা জোনের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলে প্রক্রিয়া শুরু হয়েছে, আন্দোলনের সূচনা হয়েছে। আগামী ছয় মাস আমাদের ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে। ২৪ ঘণ্টা সবাইকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দিন-রাত সবকিছু ভুলে ‍গিয়ে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম করা যাবে না।’

আর কোনো বিশ্রামের সুযোগ নাই—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের মধ্যে রাজনীতি নাই। তাদের সমস্ত সিদ্ধান্ত অরাজনৈতিক। তাদের সমস্ত সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী। তাদের সমস্ত সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে। এই রকম একটি সরকারকে উৎখাত করতে হলে আমাদের শতভাগ প্রতিশ্রুতি দরকার। ৯৯ শতাংশ হলেও হবে না। অনেক বিশ্রাম হয়েছে। আগামী ছয় মাস কোনো বিশ্রাম নেওয়া যাবে না। তাহলেই আমরা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত