নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার রাতে গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ভোটে অংশ না নেওয়ার কারণ হিসেবে রওশন এরশাদ অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁকে সহযোগিতা করছেন না। দলের পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠকের আগে রওশন এরশাদের নির্বাচনী আসন ময়মনসিংহ–৪–এ প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করে জাতীয় পার্টি।
গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। এ অবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার রাতে গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ভোটে অংশ না নেওয়ার কারণ হিসেবে রওশন এরশাদ অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁকে সহযোগিতা করছেন না। দলের পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠকের আগে রওশন এরশাদের নির্বাচনী আসন ময়মনসিংহ–৪–এ প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করে জাতীয় পার্টি।
গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। এ অবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
১০ ঘণ্টা আগেদেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
১১ ঘণ্টা আগেন্যাশনাল পিপলস পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেআওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল
১৬ ঘণ্টা আগে