নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় ৮ মাস চিকিৎসা নিয়ে আগামী ২৭ জুন থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ জুলাই আবারও থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে তাঁর।
আজ বুধবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন রওশন। রওশনের সঙ্গে তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ এবং তাঁর স্ত্রী মাহিমা এরশাদও দেশে ফিরবেন। আগামী ৪ জুলাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশন আবারও থাইল্যান্ড যাবেন।
গত ৫ বছরের নভেম্বর অনেকটা মুমূর্ষু অবস্থায় রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে তাঁর। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে। তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন।
এদিকে ব্যক্তিগত সফরে ২৩ জুন বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে। দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
প্রায় ৮ মাস চিকিৎসা নিয়ে আগামী ২৭ জুন থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ জুলাই আবারও থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে তাঁর।
আজ বুধবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন রওশন। রওশনের সঙ্গে তাঁর ছেলে ও জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ এবং তাঁর স্ত্রী মাহিমা এরশাদও দেশে ফিরবেন। আগামী ৪ জুলাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশন আবারও থাইল্যান্ড যাবেন।
গত ৫ বছরের নভেম্বর অনেকটা মুমূর্ষু অবস্থায় রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলে তাঁর। বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় আট মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে কয়েক দফা শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হয়েছে তাঁর। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার মৃত্যুর গুজবও উঠেছে। তবে রওশন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন সাদ এরশাদ। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেক ভালো আছেন।
এদিকে ব্যক্তিগত সফরে ২৩ জুন বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ওই দিন বেলা দেড়টার দিকে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর। এই সফরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে। দলের একটি সূত্র বলছে, রওশন এরশাদের সঙ্গে দেখা করার জন্যই জাপা চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন। সূত্রটির দাবি, কয়েক মাস ধরে রওশন ব্যাংককে চিকিৎসাধীন থাকলেও এ সময়ে তাঁর খুব একটা খোঁজখবর নিতে পারেননি কাদের। এই দুই নেতার মাঝে সম্পর্কও ভালো যাচ্ছে না। সম্পর্ক উন্নয়নের তাগিদ থেকেই জিএম কাদেরের এই সফর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
২ ঘণ্টা আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
৫ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
৭ ঘণ্টা আগে