নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় একটি পক্ষ তাদের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে পার্টির নেতা-কর্মীরা এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তাঁর নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তবে পার্টির নেতা-কর্মীরা এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল ডাকার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হয় সংসদে।
এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধীদলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনো কখনো তাঁকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাপার সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধীদলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।’
এ সময় জি এম কাদের আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, জাতীয় পার্টি দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছে। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।’
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।’
তৃতীয় একটি পক্ষ তাদের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে পার্টির নেতা-কর্মীরা এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তাঁর নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তবে পার্টির নেতা-কর্মীরা এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল ডাকার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হয় সংসদে।
এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধীদলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনো কখনো তাঁকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাপার সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধীদলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।’
এ সময় জি এম কাদের আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, জাতীয় পার্টি দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছে। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।’
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।’
আত্মপ্রকাশের পর সংবিধান পুনর্লিখনের দাবি তুলেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, তার আমূল পরিবর্তন করতে হবে। এ জন্য নতুন সংবিধান বা পুনর্লিখন প্রয়োজন। একমাত্র গণপরিষদ নির্বাচনই সংবিধান পুনর্লি
৬ ঘণ্টা আগেআওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে সম্প্রতি নির্বাচন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দল নির্বাচনের কথা বলছে। তবে আগে জাতীয় সংসদ না স্থানীয় সরকারের নির্বাচন—এ নিয়ে
৬ ঘণ্টা আগেসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
১১ ঘণ্টা আগেশেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
১৫ ঘণ্টা আগে