আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৬: ৫৫
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭: ৪৩

গতবারের মতো আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অ্যান্টি ড্রাগ সোসাইটি আয়োজিত ‘মাদকের ভয়াবহতা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।  

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার এবারও যেটা করতে চাচ্ছে মনে হচ্ছে আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে। যে সার্চ কমিটি করা হয়েছে, সেখানে জজ সাহেবকে রাখা হয়েছে, যে নিজেই ফাঁকিবাজ । এই যে ডিসি সম্মেলন হলো, প্রধানমন্ত্রী চাইলে জিজ্ঞেস করতে পারতেন কয়জনের পকেটে সিগারেটের প্যাকেট আছে। কয়জনের অফিসের লোকজন সিগারেট খায়। সিগারেটের ওপরে ট্যাক্স বাড়াতে হবে, কোনো পুলিশ কর্মকর্তা চাকরি পাবে না যদি সে সিগারেট খায়। মাদক শুরু হয় সিগারেটের প্রতি আসক্তের মাধ্যমে। আগে স্কুলে মাদকবিরোধী বিভিন্ন পাঠ্য ছিল এখন সব জায়গায় শুধু এক ব্যক্তির বন্দনা।’

অধ্যাপক তাজমেরীকে জেলে পাঠানোর প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, অধ্যাপক তাজমেরী নাকি দুই বছর আগে গাড়ি পুড়িয়েছেন, তাই তাঁকে জেলে পাঠানো হয়েছে। শুধু সরকার না, শিক্ষকেরাও অনৈতিক। তাঁরা সাদা দল বলে তাজমেরীর পাশে দাঁড়াননি। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সিভিল রাইটসের নির্বাহী পরিচালক শেখ তাজুল ইসলাম, বাংলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাপরিচালক আবু ইউসুফ খান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত