Ajker Patrika

বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে বিএনপি: আখাউড়ায় আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭: ৩৬
বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে বিএনপি: আখাউড়ায় আইনমন্ত্রী 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে। আজ শনিবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি স্বৈরাচারের সময় অনেক ফুটবল খেলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যারা আইনের সুশাসন নেই বলে, তারা নিজেরাই আইন জানে না।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কথা টেনে আনিসুল হক বলেন, ‘জাতির পিতাকে যারা সপরিবারে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের কারও বিচার করতে পারবে না বলে আইন পাস করেছিলেন খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। বিএনপি সেটাই আইনের শাসন মনে করে। আমরা মনে করি যেখানে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখন আইনের শাসনই দেশে আছে এবং নৈরাজ্য নেই। হত্যার বিচার হয় না, এমন কথা কেউ বলতে পারবে না। বিএনপি যেখানে জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারে নাই, তাদের আবার আইনের শাসনের কথা। এই যে বক্তব্য দিতে পারছে, কথা বলতে পারছে—এটাই তো গণতন্ত্র। আমাদের সময় আইনের বইয়ে যা লেখা আছে জনগণকে তা পালন করতে হয়। সরকার সেটা পালন করে, আর সেটা হলো আইনের সুশাসন।’

আইনমন্ত্রী ঢাকা থেকে মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়ায় আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত