Ajker Patrika

বুকে লেখা ‘গণতন্ত্র এখন কফিনে’, কারণ জানতে ছাত্র অধিকারের দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করল ডিবি-/৮‍+‍+‍+ড়০গ-৯হ৮জ৭চ৬টাপিো০৯৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১১: ২৪
বুকে লেখা ‘গণতন্ত্র এখন কফিনে’, কারণ জানতে ছাত্র অধিকারের দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করল ডিবি-/৮‍+‍+‍+ড়০গ-৯হ৮জ৭চ৬টাপিো০৯৮

‘গণতন্ত্র এখন কফিনে’ বুকে লেখার কারণ জানতে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে হেফাজতে নেওয়ার পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই দুই নেতা হলেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদা। তাঁরা গত শুক্রবার কফিন মিছিলে অংশ নিয়েছিলেন।

তাঁদের হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ‘গণতন্ত্র এখন কফিনে’ এই লেখার কারণ কী তা জানতে তাঁদের আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

আজ শনিবার রাত ১০টার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজকের পত্রিকাকে জানান, তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে দুজনকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যায়। তাঁদের ফোনে রিং হলেও কেউ রিসিভ করছে না। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাও জানায়নি কোনো আইনশৃঙ্খলা বাহিনী।’

গতকাল শুক্রবার গণপরিষদ একটি কফিন মিছিল বের করেছিল। ওই মিছিলে খালি গায়ে থাকা সম্রাটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তার গায়ে লেখা ছিল ‘গণতন্ত্র এখন কফিনে’ এবং ‘৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস’। আবু হানিফ বলেন, ‘আমাদের ধারণা, এ কারণেই সম্রাটকে তুলে নিয়ে গেছে।’

ছাত্র অধিকারের দুই নেতাকে হেফাজতের নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘তারা শুক্রবার একটি মিছিলে খালি গায়ে অংশ নিয়েছিল। তারা বুকে লিখেছিল, “গণতন্ত্র এখন কফিনে”, এই লেখার কারণ কী, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’

রাত ১০টা ৪৫ মিনিটে ডিবি কার্যালয় থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানান গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

তিনি বলেন, ‘দুই ছাত্রনেতাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা নিরাপদে আছেন। সরকারের দমন–পীড়নের অংশ হিসেবে ছাত্রনেতাদের আটক করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত