নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শিশুদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে পারলে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক আস্ফালন নির্মূল করা যাবে। শিশু সংগঠনের কার্যক্রম বৃদ্ধি, সংবাদমাধ্যমে শিশুদের জন্য আলাদা পাতা এবং তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপনের মাধ্যমে এটা সম্ভব।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহসভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্ত্রী বলেন, একসময় পত্রিকাগুলো শিশুদের জন্য আলাদা করে পাতা বের করত, কিন্তু এখন আর সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। এ সময় সংবাদমাধ্যমের মালিকদের সপ্তাহে অন্তত এক-দুই দিন শিশুদের পাতা বের করার অনুরোধ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের একসময়কার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান নতুন কুঁড়ি শিগ্গির পুনরায় চালু হচ্ছে বলেও তিনি তাঁর বক্তব্যে জানান।
রফিকুল হক দাদুভাই স্মরণে মন্ত্রী বলেন, একজন শিশু সংগঠক হিসেবে তিনি নতুন প্রজন্ম তৈরি করতে ভূমিকা রেখেছেন। তার হাত ধরে এই বাংলায় বহু গুণী মানুষের জন্ম হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শিশুদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে পারলে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক আস্ফালন নির্মূল করা যাবে। শিশু সংগঠনের কার্যক্রম বৃদ্ধি, সংবাদমাধ্যমে শিশুদের জন্য আলাদা পাতা এবং তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপনের মাধ্যমে এটা সম্ভব।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহসভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্ত্রী বলেন, একসময় পত্রিকাগুলো শিশুদের জন্য আলাদা করে পাতা বের করত, কিন্তু এখন আর সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। এ সময় সংবাদমাধ্যমের মালিকদের সপ্তাহে অন্তত এক-দুই দিন শিশুদের পাতা বের করার অনুরোধ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের একসময়কার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান নতুন কুঁড়ি শিগ্গির পুনরায় চালু হচ্ছে বলেও তিনি তাঁর বক্তব্যে জানান।
রফিকুল হক দাদুভাই স্মরণে মন্ত্রী বলেন, একজন শিশু সংগঠক হিসেবে তিনি নতুন প্রজন্ম তৈরি করতে ভূমিকা রেখেছেন। তার হাত ধরে এই বাংলায় বহু গুণী মানুষের জন্ম হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন...
১৩ ঘণ্টা আগেযশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ ঘণ্টা আগেদেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (১০ মার্চ) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।
২ দিন আগেরাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।
২ দিন আগে