Ajker Patrika

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ৭ দফা দাবি ন্যাপের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ৭ দফা দাবি ন্যাপের

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে স্বাধীনতার চেতনা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের প্রস্তাবসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। আজ রোববার নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই দাবি জানায় ন্যাপ।

সংলাপ শেষে সন্ধ্যায় বঙ্গভবন গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে আমরা রাষ্ট্রপতিকে আইন করার প্রস্তাব দিয়েছি। সরকার থেকেই উদ্যোগ নিয়ে আইন প্রণয়ন করতে হবে।’ 
 
ন্যাপের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো-নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকরভাবে গড়ে তুলতে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন। স্বাধীনতার চেতনা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। নির্বাচনকালীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া। নির্বাচনে ধর্ম, টাকা, অস্ত্র ও পেশিশক্তি ব্যবহারকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও শাস্তির প্রদান। 

এ ছাড়া নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, নির্মোহ, সৎ ও জনগণের আকাঙ্ক্ষা প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগের দাবি জানান তারা। 

সংলাপের বিষয়ে ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেন, ‘ভোটাধিকারের জন্য আমরা সবাই যেন ভোটকেন্দ্রে যেতে পারি। সেখানে যেন কোনো মন্ত্রী-এমপি প্রভাব খাটাতে না পারে। এই ধরনের প্রস্তাবগুলো আমরা দিয়েছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভি আহমেদ বলেন, ‘সার্চ কমিটি গঠনে আমাদের কাছে কোনো নাম চায়নি। তাই আমরাও কোনো নাম প্রস্তাব করিনি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি।’ 
 
আইন ছাড়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আইভি বলেন, ‘এটা যখন কমিশন গঠন হবে, তখনকার বিষয়। তখন ইসি কি ধরনের উদ্যোগ নিচ্ছে। জনগণ ভোট দিতে যেতে পারছে কি না, ভোটকেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে পারছে কি না, সেটার ওপর নির্ভর করছে।’ 

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী ও সম্পাদকমণ্ডলীর সদস্য অনীল চক্রবর্তী। 

এর আগে গত ২০ ডিসেম্বর সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি এবং ২২ ডিসেম্বর অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। রোববার সন্ধ্যা ৬টায় সংলাপে কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অংশ নেওয়ার কথা থাকলেও তারা অংশ নেয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত