নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য মো. আবদুর রহমান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে নবম ও দশম জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন। তবে এবার তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে মো. আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এতে আমার আরও বেশি দায়িত্ব, কর্তব্য বাড়ল। আমার জীবন উৎসর্গ করলেও এই ঋণ শোধ করতে পারব না।’
যে দায়িত্ব দেওয়া হবে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন জানিয়ে আবদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার বড় চ্যালেঞ্জ।’
মন্ত্রিসভার চ্যালেঞ্জ কী হবে জানতে চাইলে রহমান বলেন, ‘মন্ত্রিসভার চ্যালেঞ্জ হবে আমাদের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। বৈশ্বিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্রনীতি—কারও সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব—এই নীতি আমরা অবলম্বন করে যাব।’
দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য মো. আবদুর রহমান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে নবম ও দশম জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন। তবে এবার তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে মো. আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এতে আমার আরও বেশি দায়িত্ব, কর্তব্য বাড়ল। আমার জীবন উৎসর্গ করলেও এই ঋণ শোধ করতে পারব না।’
যে দায়িত্ব দেওয়া হবে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন জানিয়ে আবদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার বড় চ্যালেঞ্জ।’
মন্ত্রিসভার চ্যালেঞ্জ কী হবে জানতে চাইলে রহমান বলেন, ‘মন্ত্রিসভার চ্যালেঞ্জ হবে আমাদের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। বৈশ্বিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্রনীতি—কারও সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব—এই নীতি আমরা অবলম্বন করে যাব।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৪ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৫ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে