নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি (জাপা) বরাবরই আপত্তি জানিয়ে এলেও এ বিষয়ে অনাপত্তির কথা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ইভিএমে আপত্তি নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়, ইভিএমে নির্বাচন আমাদের দেশেও হবে। আমরা ইভিএমে নির্বাচন করব। আমরা এখন ‘ফাইভ জি’র যুগে চলে এসেছি, ইভিএমে ভোট করতে অসুবিধা কোথায়?
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন রওশন। তাঁর পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্। বর্তমানে অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, নির্বাচনে যারাই জেতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা হারে তারা বলে ভোটে কারচুপি হয়েছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ভালো করবে।
রওশন বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা এটা ঠিক হয়নি। অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাঁদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, আমার শরীর এখন অনেকটাই সুস্থ। চলতি অক্টোবর মাসে আমি দেশে ফিরব। আমি মনে করি জাতীয় পার্টি থেকে যাঁরা চলে গেছেন তাঁরা সবাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করবে। আগামী নির্বাচন ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি (জাপা) বরাবরই আপত্তি জানিয়ে এলেও এ বিষয়ে অনাপত্তির কথা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ইভিএমে আপত্তি নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়, ইভিএমে নির্বাচন আমাদের দেশেও হবে। আমরা ইভিএমে নির্বাচন করব। আমরা এখন ‘ফাইভ জি’র যুগে চলে এসেছি, ইভিএমে ভোট করতে অসুবিধা কোথায়?
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন রওশন। তাঁর পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্। বর্তমানে অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, নির্বাচনে যারাই জেতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা হারে তারা বলে ভোটে কারচুপি হয়েছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ভালো করবে।
রওশন বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা এটা ঠিক হয়নি। অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাঁদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, আমার শরীর এখন অনেকটাই সুস্থ। চলতি অক্টোবর মাসে আমি দেশে ফিরব। আমি মনে করি জাতীয় পার্টি থেকে যাঁরা চলে গেছেন তাঁরা সবাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করবে। আগামী নির্বাচন ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে।
আত্মপ্রকাশের পর সংবিধান পুনর্লিখনের দাবি তুলেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, তার আমূল পরিবর্তন করতে হবে। এ জন্য নতুন সংবিধান বা পুনর্লিখন প্রয়োজন। একমাত্র গণপরিষদ নির্বাচনই সংবিধান পুনর্লি
৬ ঘণ্টা আগেআওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে সম্প্রতি নির্বাচন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দল নির্বাচনের কথা বলছে। তবে আগে জাতীয় সংসদ না স্থানীয় সরকারের নির্বাচন—এ নিয়ে
৬ ঘণ্টা আগেসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগেশেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
১৫ ঘণ্টা আগে