Ajker Patrika

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি চলছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০: ১১
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি চলছে: আমীর খসরু

সরকার আইন করে দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

আমীর খসরু বলেন, রাজনৈতিক সরকার এখন দেশ চালাচ্ছে না। এটা হলো একটা রেজিম—যেখানে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা, দুর্নীতিপরায়ণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশ চালাচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে। আইন করে দুর্নীতি করা হচ্ছে। রেন্টাল পাওয়ার নিয়ে কোনো কথা বলা যাবে না। এ জন্য আইন করা হয়েছে। মানে আইন করে দুর্নীতির ব্যবস্থা করা হয়েছে। 

আমীর খসরু আরও বলেন, ‘আইন করে কতগুলো পরিবারকে ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজেদের পরিবারের সদস্যদের সেখানে ইচ্ছামতো বসাচ্ছে, লুটপাট করছে, ব্যাংকের টাকা পাচার করছে। আমি একে বলি আওয়ামী মডেল অব ইকোনমি। এই মডেলের ইকোনমি পৃথিবীর আর কোথাও নেই। পার্লামেন্টে এখন ৭০ থেকে ৮০ ভাগ ব্যবসায়ী। রাজনীতিবিদ নেই বললেই চলে। ব্যবসায়ীরা যেমন তাঁদের নিজেদের ব্যবসা পরিচালনা করে তেমনি করে এখন দেশ পরিচালনা করছে।’ 

রাজনীতিবিদেরা ইতিহাসবিদ হয়ে গেলে ইতিহাস থাকে না উল্লেখ করে আমীর খসরু বলেন, রাজনীতিবিদেরা ইতিহাসবিদ হয়ে গেলে ইতিহাস থাকে না। আর ক্ষমতাধররা/// যখন ইতিহাস রচনা করে, তখন তা আর ইতিহাস থাকে না। এখন যেটা হচ্ছে এটা হলো প্রোপাগান্ডা। এখানে বিচার বিভাগকেও ব্যবহার করা হচ্ছে। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। আশা ছিল দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং দেশে এখন অভ্যন্তরীণ উপনিবেশবাদ চলছে। 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। যাঁরা মুক্তিযুদ্ধ চুরি করেছেন ইতিহাস তাঁদের আস্তাকুঁড়ে ফেলে দেবে। এ দেশে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুকে হত্যার পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ, আর আজকে জনগণের ভোটের অধিকার হরণও করেছে আওয়ামী লীগ। আজকে জনগণের স্বাধীনতাকেও হরণ করেছে আওয়ামী লীগ। তাই সিরাজুল আলমের অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত