Ajker Patrika

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৫: ৫৩
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ, আটক ১ 

বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। কার্যালয়টি ভেতর থেকে তালাবদ্ধ রয়েছে।

আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ৫০ মিনিট) নেতা-কর্মীদের আনাগোনা দেখা যায়নি। যদিও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের বিক্ষিপ্তভাবে অবস্থান নিতে দেখা গেছে। এরই মধ্যে দুপুর ২টার দিকে নয়াপল্টনের একটি গলি থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়া নিজামুদ্দিন হাওলাদার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির অবস্থান কর্মসূচি পালন করতে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা চাই নয়াপল্টন এলাকায়ও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত