নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলে নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এক ম্যাচ আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচের মতো এদিন অবশ্য বেশি উইকেট পাননি; নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিরিয়েছেন তারকাখচিত ফরচুন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে। গুরুত্বপূর্ণ সময়ে দুজনকে ফিরিয়ে ১২৪ রানে বরিশালকে থামিয়ে দিতে রেখেছেন বড় ভূমিকা।
পরে রান তাড়ায় ৩০ বল ও ৮ উইকেটে হাতে রেখে জিতে যায় রংপুর। চলতি বিপিএলে রংপুরের এটি তিন ম্যাচে তৃতীয় জয়। টানা তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। বরিশালকে হারিয়ে ফেসবুকে নিজেদের পেজে রংপুর বরিশালকে নিয়ে রসিকতা করতে ছাড়েনি! পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
টসে হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বরিশাল ছন্দ হারায় দ্রুত। তামিম ইকবাল ও শান্তর দারুণ কিছু শটের পর শান্ত (৯) শেখ মেহেদীর বলে ক্যাচ দিয়ে ফেরেন। তামিমও ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। তাওহীদ হৃদয় (৪) ও কাইল মায়ার্সরা ব্যর্থ হওয়ায় চাপ আরও বাড়ে। আগের ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখা মাহমুদউল্লাহ (১০) ও ফাহিম আশরাফও (১) এদিন ব্যর্থ হয়েছেন।
মোহাম্মদ নবী ১৯ বলে ২১ রান করার চেষ্টা করলেও রংপুরের খুশদিল শাহ (৩ উইকেট) ও ইফতেখার আহমেদের (২ উইকেট) স্পিনের সামনে বরিশালের মিডল অর্ডার ধসে পড়ে। ১২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে পাওয়ার-প্লেতে ঝোড়ো শুরু করে রংপুর রাইডার্স। যদিও বরিশালের তরুণ পেসার ইকবাল হোসেন ইমনের জোড়া আঘাতে কিছুটা বিপাকে পড়ে রাইডার্স, তবে সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের ৮০ বলে ১১৩ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে সোহানের দল।
সাইফ ৪৬ বলে ৬২ রান করে এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নেন। আর হেলস ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান।
বিপিএলে নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এক ম্যাচ আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচের মতো এদিন অবশ্য বেশি উইকেট পাননি; নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিরিয়েছেন তারকাখচিত ফরচুন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে। গুরুত্বপূর্ণ সময়ে দুজনকে ফিরিয়ে ১২৪ রানে বরিশালকে থামিয়ে দিতে রেখেছেন বড় ভূমিকা।
পরে রান তাড়ায় ৩০ বল ও ৮ উইকেটে হাতে রেখে জিতে যায় রংপুর। চলতি বিপিএলে রংপুরের এটি তিন ম্যাচে তৃতীয় জয়। টানা তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। বরিশালকে হারিয়ে ফেসবুকে নিজেদের পেজে রংপুর বরিশালকে নিয়ে রসিকতা করতে ছাড়েনি! পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
টসে হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বরিশাল ছন্দ হারায় দ্রুত। তামিম ইকবাল ও শান্তর দারুণ কিছু শটের পর শান্ত (৯) শেখ মেহেদীর বলে ক্যাচ দিয়ে ফেরেন। তামিমও ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। তাওহীদ হৃদয় (৪) ও কাইল মায়ার্সরা ব্যর্থ হওয়ায় চাপ আরও বাড়ে। আগের ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখা মাহমুদউল্লাহ (১০) ও ফাহিম আশরাফও (১) এদিন ব্যর্থ হয়েছেন।
মোহাম্মদ নবী ১৯ বলে ২১ রান করার চেষ্টা করলেও রংপুরের খুশদিল শাহ (৩ উইকেট) ও ইফতেখার আহমেদের (২ উইকেট) স্পিনের সামনে বরিশালের মিডল অর্ডার ধসে পড়ে। ১২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে পাওয়ার-প্লেতে ঝোড়ো শুরু করে রংপুর রাইডার্স। যদিও বরিশালের তরুণ পেসার ইকবাল হোসেন ইমনের জোড়া আঘাতে কিছুটা বিপাকে পড়ে রাইডার্স, তবে সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের ৮০ বলে ১১৩ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে সোহানের দল।
সাইফ ৪৬ বলে ৬২ রান করে এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নেন। আর হেলস ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান।
অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকে অন্য রকম আবহ। কিন্তু ভারতের পারভেজ রসুলের আইপিএল নিয়ে কথাটা রীতিমতো চমক জাগানিয়া। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) এগিয়ে রাখছেন তিনি।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্সের কাছে রুদ্ধশ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।
৩ ঘণ্টা আগেবছরপাঁচেক আগেও স্টামফোর্ড ব্রিজে মুগ্ধতা ছড়িয়েছেন। ক্যারিয়ারের লম্বা সময় সেখানেই কেটেছে উইলিয়ানের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই উইঙ্গারকে ব্রাজিল সমর্থকেরা বেশ সম্ভাবনাময়ীই মনে করেছিলেন। কিন্তু বেশি দিন কক্ষপথে থাকতে পারেননি তিনি। চেলসি, আর্সেনাল তার আগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে কাটিয়েই যে গেলেন
৩ ঘণ্টা আগে২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
৪ ঘণ্টা আগে