ক্রীড়া ডেস্ক
আগে থেকেই ভারতের সাবেক ক্রিকেটাররা অবসর ভাতা পেয়ে আসছিলেন। রেকর্ড মূল্যে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পর সেটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের আগে অবসর ভাতা যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা, যারা পেতেন ৩৭৫০০ রুপি; নতুন নিয়মে তারা পাবেন ৬০০০০ রুপি ৷ আর আগে যাদের অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।
নারী ক্রিকেটাররা, যারা এত দিন ৩০০০০ ভারতীয় রুপিতে পেয়েছেন, তারা এখন ৫২৫০০ রুপি পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা ২০০৩ সালের আগে অবসর নিয়েছেন তারা এত দিন ২২৫০০ রুপি পেয়েছিলেন, এখন তারা পাবেন ৪৫০০০ রুপি।
অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’
খেলা সম্পর্কিত পড়ুন:
আগে থেকেই ভারতের সাবেক ক্রিকেটাররা অবসর ভাতা পেয়ে আসছিলেন। রেকর্ড মূল্যে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পর সেটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের আগে অবসর ভাতা যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা, যারা পেতেন ৩৭৫০০ রুপি; নতুন নিয়মে তারা পাবেন ৬০০০০ রুপি ৷ আর আগে যাদের অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।
নারী ক্রিকেটাররা, যারা এত দিন ৩০০০০ ভারতীয় রুপিতে পেয়েছেন, তারা এখন ৫২৫০০ রুপি পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা ২০০৩ সালের আগে অবসর নিয়েছেন তারা এত দিন ২২৫০০ রুপি পেয়েছিলেন, এখন তারা পাবেন ৪৫০০০ রুপি।
অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’
খেলা সম্পর্কিত পড়ুন:
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে