ক্রীড়া ডেস্ক
আগে থেকেই ভারতের সাবেক ক্রিকেটাররা অবসর ভাতা পেয়ে আসছিলেন। রেকর্ড মূল্যে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পর সেটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের আগে অবসর ভাতা যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা, যারা পেতেন ৩৭৫০০ রুপি; নতুন নিয়মে তারা পাবেন ৬০০০০ রুপি ৷ আর আগে যাদের অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।
নারী ক্রিকেটাররা, যারা এত দিন ৩০০০০ ভারতীয় রুপিতে পেয়েছেন, তারা এখন ৫২৫০০ রুপি পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা ২০০৩ সালের আগে অবসর নিয়েছেন তারা এত দিন ২২৫০০ রুপি পেয়েছিলেন, এখন তারা পাবেন ৪৫০০০ রুপি।
অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’
খেলা সম্পর্কিত পড়ুন:
আগে থেকেই ভারতের সাবেক ক্রিকেটাররা অবসর ভাতা পেয়ে আসছিলেন। রেকর্ড মূল্যে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পর সেটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের আগে অবসর ভাতা যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা, যারা পেতেন ৩৭৫০০ রুপি; নতুন নিয়মে তারা পাবেন ৬০০০০ রুপি ৷ আর আগে যাদের অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।
নারী ক্রিকেটাররা, যারা এত দিন ৩০০০০ ভারতীয় রুপিতে পেয়েছেন, তারা এখন ৫২৫০০ রুপি পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা ২০০৩ সালের আগে অবসর নিয়েছেন তারা এত দিন ২২৫০০ রুপি পেয়েছিলেন, এখন তারা পাবেন ৪৫০০০ রুপি।
অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’
খেলা সম্পর্কিত পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে