নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
রেকর্ড গড়ার মতো সহজ কাজ আর কী হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও সেটা তাঁকে দেখে বোঝার উপায় নেই। পাল্লা দিয়ে গোল করে চলেছেন। সৌদি আরবে গত রাতে বিরল এক রেকর্ড গড়লেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সেই রেকর্ড থেকে আছেন অনেক দূরে।
২৪ মিনিট আগেযতটা না ইতিবাচক, সেটার চেয়ে বেশি নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে বারবার। সাব্বিরের দাবি, তিনি শৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করলেও গুটি কয়েক লোকের কারণে সেটা সম্ভব হচ্ছে না।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো...
১৩ ঘণ্টা আগেকিছুতেই যেন কিছু হচ্ছে না ঢাকার। ভেন্যু বদল, একাদশে পরিবর্তন—তারপরও হারের নিয়তি ঢাকা ক্যাপিটালের। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁরা। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে এটি পঞ্চম হার খালেদ মাহমুদ সুজনের দলের।
১৩ ঘণ্টা আগে