ক্রীড়া ডেস্ক
হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহে খেলতে পারেননি উসমান খাজা। দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় খাজার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ।
কুইন্সল্যান্ডের হয়ে না খেলে খাজা তখন স্ত্রী র্যাচেল ম্যাকলেল্লানকে নিয়ে রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান দেখতে ব্রিসবেন থেকে মেলবোর্নে গিয়েছিলেন। এটা নিয়ে খুবই বিতর্ক সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ড ক্রিকেটের মহাব্যবস্থাপক জো ডসের অভিযোগ, শেফিল্ড শিল্ডে খাজা দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার মতো খাজা ফিট ছিলেন। ব্রিসবেনের স্থানীয় সময় আজ সকালে কুইন্সল্যান্ডের অনুশীলনের আগে ১৭ মিনিট সংবাদ সম্মেলন করেছেন খাজা। ডসের অভিযোগের প্রেক্ষিতে ৩৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, ‘তিনি (ডস) বলেছেন, আমার হ্যামস্ট্রিং চোট নিয়ে চিকিৎসা কর্মীদের কোনো ধারণা ছিল না। এটা শতভাগ ভুল। দুই ফিজিওর (অস্ট্রেলিয়া জাতীয় দল ও কুইন্সল্যান্ড দল) সঙ্গেই চোটের ব্যাপারে কথা বলেছি। সবাই ব্যাপারটা জানতেন। অস্ট্রেলিয়ার ফিজিওর সঙ্গে তো সব সময়ই কথা হয়।’
হ্যামস্ট্রিংয়ের চোট সম্পর্কে আগেই ফিজিওদের জানানো হয়েছিল বলে উল্লেখ করেন খাজা। তিনি বলেন, ‘এটা আমাদের অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমের (এএমএস) ওপর নির্ভর করে। আমার হ্যামস্ট্রিংয়ের কথা সেখানে রিপোর্ট করা হয়েছিল। সবকিছুই সেখানে আছে। সবাই সেটা জানতেন। সত্যিই এটা হতাশাজনক। কারণ, স্পষ্টত এটা অসত্য। আমি পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই যে ফিজিওরা আমার হ্যামস্ট্রিংয়ের চোট সম্পর্কে শতভাগ জানতেন।’
অ্যাডিলেড ওভালে ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত হয়েছিল শেফিল্ড শিল্ডের দক্ষিণ অস্ট্রেলিয়া-কুইন্সল্যান্ড ম্যাচ। সেই ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। কুইন্সল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭০ রানে অলআউট হয়েছে। এরপর দক্ষিণ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫২ রান করার পর ড্র ঘোষণা করা হয়। ম্যাচের পরদিন (পরশু) ডস বলেছিলেন, ‘আমাদের চিকিৎসা কর্মীরা সব সময় বলেছেন যে সে (খাজা) খেলার মতো ফিট আছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিকিৎসা কর্মীদের কাছ থেকেও শুনেছি একই কথা। তার হ্যামস্ট্রিংয়ে কোনো ধরনের সমস্যাই নেই বলে আমি জানি। ফিট থাকার পরও কুইন্সল্যান্ডের হয়ে না খেলাটা আসলেই হতাশার।’
ব্রিসবেনে আজ সংবাদ সম্মেলনে খাজা দাবি করেছেন, সিএ ও কুইন্সল্যান্ড ক্রিকেট সবই জানত। তবে কুইন্সল্যান্ডের কেউ তাঁর (খাজা) সঙ্গে যোগাযোগ করেননি। আর আগামী সপ্তাহে শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলবেন বলে ৩৭ বছর বয়সী এই অজি ক্রিকেটার। ২৬ মার্চ অ্যাডিলেড ওভালে শুরু হতে যাওয়া ফাইনালে কুইন্সল্যান্ড খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহে খেলতে পারেননি উসমান খাজা। দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় খাজার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ।
কুইন্সল্যান্ডের হয়ে না খেলে খাজা তখন স্ত্রী র্যাচেল ম্যাকলেল্লানকে নিয়ে রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান দেখতে ব্রিসবেন থেকে মেলবোর্নে গিয়েছিলেন। এটা নিয়ে খুবই বিতর্ক সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ড ক্রিকেটের মহাব্যবস্থাপক জো ডসের অভিযোগ, শেফিল্ড শিল্ডে খাজা দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার মতো খাজা ফিট ছিলেন। ব্রিসবেনের স্থানীয় সময় আজ সকালে কুইন্সল্যান্ডের অনুশীলনের আগে ১৭ মিনিট সংবাদ সম্মেলন করেছেন খাজা। ডসের অভিযোগের প্রেক্ষিতে ৩৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, ‘তিনি (ডস) বলেছেন, আমার হ্যামস্ট্রিং চোট নিয়ে চিকিৎসা কর্মীদের কোনো ধারণা ছিল না। এটা শতভাগ ভুল। দুই ফিজিওর (অস্ট্রেলিয়া জাতীয় দল ও কুইন্সল্যান্ড দল) সঙ্গেই চোটের ব্যাপারে কথা বলেছি। সবাই ব্যাপারটা জানতেন। অস্ট্রেলিয়ার ফিজিওর সঙ্গে তো সব সময়ই কথা হয়।’
হ্যামস্ট্রিংয়ের চোট সম্পর্কে আগেই ফিজিওদের জানানো হয়েছিল বলে উল্লেখ করেন খাজা। তিনি বলেন, ‘এটা আমাদের অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমের (এএমএস) ওপর নির্ভর করে। আমার হ্যামস্ট্রিংয়ের কথা সেখানে রিপোর্ট করা হয়েছিল। সবকিছুই সেখানে আছে। সবাই সেটা জানতেন। সত্যিই এটা হতাশাজনক। কারণ, স্পষ্টত এটা অসত্য। আমি পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই যে ফিজিওরা আমার হ্যামস্ট্রিংয়ের চোট সম্পর্কে শতভাগ জানতেন।’
অ্যাডিলেড ওভালে ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত হয়েছিল শেফিল্ড শিল্ডের দক্ষিণ অস্ট্রেলিয়া-কুইন্সল্যান্ড ম্যাচ। সেই ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। কুইন্সল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭০ রানে অলআউট হয়েছে। এরপর দক্ষিণ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫২ রান করার পর ড্র ঘোষণা করা হয়। ম্যাচের পরদিন (পরশু) ডস বলেছিলেন, ‘আমাদের চিকিৎসা কর্মীরা সব সময় বলেছেন যে সে (খাজা) খেলার মতো ফিট আছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিকিৎসা কর্মীদের কাছ থেকেও শুনেছি একই কথা। তার হ্যামস্ট্রিংয়ে কোনো ধরনের সমস্যাই নেই বলে আমি জানি। ফিট থাকার পরও কুইন্সল্যান্ডের হয়ে না খেলাটা আসলেই হতাশার।’
ব্রিসবেনে আজ সংবাদ সম্মেলনে খাজা দাবি করেছেন, সিএ ও কুইন্সল্যান্ড ক্রিকেট সবই জানত। তবে কুইন্সল্যান্ডের কেউ তাঁর (খাজা) সঙ্গে যোগাযোগ করেননি। আর আগামী সপ্তাহে শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলবেন বলে ৩৭ বছর বয়সী এই অজি ক্রিকেটার। ২৬ মার্চ অ্যাডিলেড ওভালে শুরু হতে যাওয়া ফাইনালে কুইন্সল্যান্ড খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০২৪ আইপিএল থেকেই সানরাইজার্স হায়দরাবাদের নামের পাশে জুড়ে গেছে ‘রানরাইজার্স হায়দরাবাদ’ উপাধি। কারণ, রানের বন্যা বইয়ে দিয়ে ওলটপালট করে দিয়েছিল রেকর্ড বইয়ের পাতা। ঝোড়ো ব্যাটিংটা টেনে এনেছে এবারও।
২ মিনিট আগেকোনো কিছু এদিক সেদিক হলে মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নন ডেভিড ওয়ার্নার। সরাসরি প্রতিবাদ করতে না পারলেও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তোলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ক্রিকেটার এবার ভারতের এক এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ ঝেরেছেন।
১৬ মিনিট আগেবাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে নতুন অ্যাডহক কমিটি। বিসিবি একাডেমি ভবনে আজ দুপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেও
২ ঘণ্টা আগেকেবল ড্র করলেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষ যখন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, তখন এসব সমীকরণ আড়ালেই ঢাকা পড়ে যায়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাই সেটা নিয়ে ভাবছেন না। ভাবছেন কীভাবে ব্রাজিলকে হারানো যায়।
২ ঘণ্টা আগে