Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পেলেও আফসোস নেই শরীফুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৯
৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শরীফুল ইসলাম। ছবি: ফেসবুক
৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শরীফুল ইসলাম। ছবি: ফেসবুক

ইশ, যদি ১২ জানুয়ারির আগে ছন্দে থাকতেন শরীফুল ইসলাম, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির দলে হয়তো সুযোগ মিলত! তবে এসব ‘যদি-কিন্তু’র হিসেব নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।

এবারের বিপিএলে শরীফুল চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ৮.১৪ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তবে শুরুতে তিনি ছিলেন আরও খরুচে। শেষ ভাগে এসে জ্বলে উঠেছেন বিধায় ইকোনমিটা অনেক কমিয়ে আনতে পেরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত রাতে ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচ শেষে চিটাগংয়ের প্রতিনিধি হিসেবে শরীফুল যখন সংবাদ সম্মেলনে আসেন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তাঁকে। আইসিসির টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ রয়েছে কি না, এ ব্যাপারে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না।’

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের প্রথম দিকে শরীফুল ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিলত কি না, সেটার উত্তর দিতে গিয়ে হাসি দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘জানি না। আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’

এবারের বিপিএলে ১২ উইকেটের ৯টিই শরীফুল পেয়েছেন শেষ ৬ ম্যাচে। টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ ফিরে পাওয়ায় গত রাতে তাঁর চোখেমুখে দেখা গেছে তৃপ্তির ঝলক। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত