ক্রীড়া ডেস্ক
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।
এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।
তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।
এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।
তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আগেও টেস্ট ক্রিকেটে দ্বিস্তরের পক্ষে ছিল। এবার এই দুই মোড়লের দেশের সঙ্গে যোগ দিয়ে আরেক মোড়ল ভারতও টেস্টে দ্বিস্তর চাইছে। তাই ধারণা করা হচ্ছে এবার হয়তো দ্বিস্তরের টেস্ট কাঠামো আলোর মুখ দেখতেও পারে।
২০ মিনিট আগেএক সপ্তাহ আগের ঘটনা। মিরপুরে গত ২ জানুয়ারি ফরচুন বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর রাইডার্স। মিরপুর ঘুরে এবারের গন্তব্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এক সপ্তাহ ব্যবধানে বরিশালের লঞ্চে দুইবার ধাক্কা মারল রংপুর।
৪১ মিনিট আগেসিরিজ জয়ের সুযোগ আগেই খুইয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কারণ, চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজটা ড্র করেছে ২-২ ব্যবধানে।
২ ঘণ্টা আগেযত দোষ, নন্দ ঘোষ—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো এই বাংলা প্রবাদটা জানেন না। কিন্তু বর্তমানে তাঁর যে অবস্থা, সেটা দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। কারণ, ভারত ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি সমস্ত রাগ-ক্ষোভ এবার উগড়ে দিলেন গম্ভীরের ওপর।
২ ঘণ্টা আগে