Ajker Patrika

আইপিএল শুরুর আগের দিন বদলে গেল মোস্তাফিজদের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২৩: ৩৪
আইপিএল শুরুর আগের দিন বদলে গেল মোস্তাফিজদের অধিনায়ক

দরজায় কড়া নাড়ছে ২০২৪ আইপিএল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আছেন চেন্নাইয়ে। সেই চেন্নাইয়ের অধিনায়ক বদলে গেল টুর্নামেন্ট শুরুর আগের দিন। 

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গত আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবারও মনে হচ্ছিল, শিরোপা রক্ষার লড়াইয়ে অধিনায়ক তিনিই থাকছেন। সেখানে শেষ মুহূর্তে এসে জানা যায়, ১৭ তম আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড।

চেন্নাই সুপার কিংস আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের কাধে। টাটা আইপিএল ২০২৪ শুরুর আগে এমনটা করেছেন তিনি।

রুতুরাজ চেন্নাই সুপার কিংসে আছেন ২০১৯ থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ে আইপিএলে তিনি ৫২ ম্যাচ খেলছেন। আসন্ন মৌসুমে খেলতে মুখিয়ে আছে।’ 

২০০৮ থেকে শুরু করে গত বছর পর্যন্ত ১৬ মৌসুমের মধ্যে চেন্নাই খেলেছে ১৪ মৌসুম। নিষিদ্ধ হওয়ায় ২০১৬,২০১৭ দুই বছর খেলতে পারেনি। ১৪ মৌসুম খেলে ১০ বার ফাইনাল খেলেছে।

চেন্নাই সুপার কিংসকে এবারের আইপিএলে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়।  ছবি: ফেসবুকএর মধ্যে পাঁচবার হয়েছে চ্যাম্পিয়ন ও পাঁচবার রানার্সআপ। পাঁচবারই চেন্নাই শিরোপা জেতে ধোনির নেতৃত্বে। মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস—আইপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত