নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।
ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১৭ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে