ক্রীড়া ডেস্ক
২০১৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানের প্রথম মৌসুমটা মনে রাখার মতো। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেবার ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট। ক্যারিয়ারের প্রথম আইপিএলেই পান শিরোপা জয়ের স্বাদ। তিনি নিজেও জেতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
সময়ের পরিক্রমায় আইপিএলে মোস্তাফিজের কেটে গেছে আট বছর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবার তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। এখনো পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে শেষ করেছেন ২০২৪ আইপিএল। পাঞ্জাব কিংসের বিপক্ষে গত রাতে শেষ হয় তাঁর এবারের আইপিএল। ৪ ওভারে ২২ রান খরচ করেছেন। কোনো উইকেট না পেলেও এক ওভার মেডেন দিয়েছেন। তবে ফিজের শেষটা দারুণ হলেও জিততে পারেনি চেন্নাই। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল পর্ব শেষ করে বাংলাদেশে ফিরবেন আজ বিকেলে।
এবারের আইপিএলে পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। ফিজের এমন পারফরম্যান্সের পর তাকে ছাড়তে নিশ্চয়ই কষ্ট হচ্ছে চেন্নাইয়ের ৷ কিন্তু বিসিবি থেকে যেহেতু ১ মে পর্যন্ত ম্যাচ খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন, সেখানে চেন্নাইয়ের কী আর করার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেন মোস্তাফিজ। বাংলাদেশের বাহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে এটাই সেরা বোলিং। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উইকেটের ফিফটি পূর্ণ করেন সেই ম্যাচেই। সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ তিনি ধরে রাখেন প্রায় দুই সপ্তাহ। প্রথম চার ম্যাচে নেন ৯ উইকেট। সেখানে ১৬ ওভার বোলিং করে খরচ করেন ১২৮ রান। ৮ ইকোনমিতে বোলিংটাও দারুণ বলতে হবে। যেখানে এবারের আইপিএলে শুরু থেকেই বয়ে যাচ্ছে রানের বন্যা। আইপিএলে রানবন্যার মতো ফিজও খরুচে হয়ে উঠতে শুরু করেন। প্রথম চার ম্যাচে গড়ে যেখানে মোস্তাফিজ দুটির বেশি উইকেট পেয়েছেন, সেখানে টানা তিন ম্যাচে নেন একটি করে উইকেট। মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচ—এই তিন ম্যাচে ফিজ খরচ করেন ৫৫,৪৩ ও ৫১ রান। ডেথ ওভারেও চাপ সামলাতে ব্যর্থ বাংলাদেশের বাঁহাতি পেসার। তাঁকে (মোস্তাফিজ) তুলোধুনো করে তিন বলে ১৮ রান নিয়ে মার্কাস স্টয়নিস চেন্নাইয়ের হাসি কেড়ে নেন। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে আইপিএলের শুরুর দিকে তাঁর ইকোনমি ছিল ৬ এর একটু বেশি। সেই মাঠেই লক্ষ্ণৌর বিপক্ষে তিনি ৫০ এর বেশি রান দিয়েছেন।
মোস্তাফিজের ২০২৪ আইপিএল মিশন যখন শেষের দিকে, তখন আবারও দুর্দান্ত হয়ে ওঠেন তিনি। চিপকে সাবেক ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের বিপক্ষে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট। একই মাঠ চিপকে গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের ২৪ বলের মধ্যে দিয়েছেন ১৪ ডট। হজম করেছেন ২টি চার। মেডেন দেওয়া ওভারটি করেছেন ১৫তম ওভারে। সে সময় বোলিংয়ে এসে পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—আইপিএলে পাচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন মোস্তাফিজ। ৫৭ ম্যাচে ৮.১৪ ইকোনমিতে নেন ৬১ উইকেট। ২০১৬ আইপিএলে ১৭ উইকেটই এক আইপিএলে মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট। নিজের প্রথম আইপিএলে ফিজ বোলিং করেন ৬.৯০ ইকোনমিতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন ২০২১ ও ২০২৪ আইপিএলে। রাজস্থানের জার্সিতে ২০২১ সালে ১৪ ম্যাচে ফিজ ১৪ উইকেট নেন ৮.৪১ ইকোনমিতে। সবচেয়ে খরুচে বোলিং করেছেন ২০১৭ ও ২০২৩ আইপিএলে। ২০১৭ আইপিএলে হায়দরাবাদের হয়ে মোস্তাফিজ ১২.৭৫ ইকোনমিতে বোলিং করেও কোনো উইকেট পাননি। খেলেন মাত্র এক ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে ২ ম্যাচ খেলে ১১.২৯ ইকোনমিতে নেন ১ উইকেট।
আরও পড়ুন:
২০১৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানের প্রথম মৌসুমটা মনে রাখার মতো। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেবার ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট। ক্যারিয়ারের প্রথম আইপিএলেই পান শিরোপা জয়ের স্বাদ। তিনি নিজেও জেতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
সময়ের পরিক্রমায় আইপিএলে মোস্তাফিজের কেটে গেছে আট বছর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবার তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। এখনো পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে শেষ করেছেন ২০২৪ আইপিএল। পাঞ্জাব কিংসের বিপক্ষে গত রাতে শেষ হয় তাঁর এবারের আইপিএল। ৪ ওভারে ২২ রান খরচ করেছেন। কোনো উইকেট না পেলেও এক ওভার মেডেন দিয়েছেন। তবে ফিজের শেষটা দারুণ হলেও জিততে পারেনি চেন্নাই। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল পর্ব শেষ করে বাংলাদেশে ফিরবেন আজ বিকেলে।
এবারের আইপিএলে পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। ফিজের এমন পারফরম্যান্সের পর তাকে ছাড়তে নিশ্চয়ই কষ্ট হচ্ছে চেন্নাইয়ের ৷ কিন্তু বিসিবি থেকে যেহেতু ১ মে পর্যন্ত ম্যাচ খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন, সেখানে চেন্নাইয়ের কী আর করার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেন মোস্তাফিজ। বাংলাদেশের বাহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে এটাই সেরা বোলিং। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উইকেটের ফিফটি পূর্ণ করেন সেই ম্যাচেই। সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ তিনি ধরে রাখেন প্রায় দুই সপ্তাহ। প্রথম চার ম্যাচে নেন ৯ উইকেট। সেখানে ১৬ ওভার বোলিং করে খরচ করেন ১২৮ রান। ৮ ইকোনমিতে বোলিংটাও দারুণ বলতে হবে। যেখানে এবারের আইপিএলে শুরু থেকেই বয়ে যাচ্ছে রানের বন্যা। আইপিএলে রানবন্যার মতো ফিজও খরুচে হয়ে উঠতে শুরু করেন। প্রথম চার ম্যাচে গড়ে যেখানে মোস্তাফিজ দুটির বেশি উইকেট পেয়েছেন, সেখানে টানা তিন ম্যাচে নেন একটি করে উইকেট। মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচ—এই তিন ম্যাচে ফিজ খরচ করেন ৫৫,৪৩ ও ৫১ রান। ডেথ ওভারেও চাপ সামলাতে ব্যর্থ বাংলাদেশের বাঁহাতি পেসার। তাঁকে (মোস্তাফিজ) তুলোধুনো করে তিন বলে ১৮ রান নিয়ে মার্কাস স্টয়নিস চেন্নাইয়ের হাসি কেড়ে নেন। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে আইপিএলের শুরুর দিকে তাঁর ইকোনমি ছিল ৬ এর একটু বেশি। সেই মাঠেই লক্ষ্ণৌর বিপক্ষে তিনি ৫০ এর বেশি রান দিয়েছেন।
মোস্তাফিজের ২০২৪ আইপিএল মিশন যখন শেষের দিকে, তখন আবারও দুর্দান্ত হয়ে ওঠেন তিনি। চিপকে সাবেক ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের বিপক্ষে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট। একই মাঠ চিপকে গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের ২৪ বলের মধ্যে দিয়েছেন ১৪ ডট। হজম করেছেন ২টি চার। মেডেন দেওয়া ওভারটি করেছেন ১৫তম ওভারে। সে সময় বোলিংয়ে এসে পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—আইপিএলে পাচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন মোস্তাফিজ। ৫৭ ম্যাচে ৮.১৪ ইকোনমিতে নেন ৬১ উইকেট। ২০১৬ আইপিএলে ১৭ উইকেটই এক আইপিএলে মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট। নিজের প্রথম আইপিএলে ফিজ বোলিং করেন ৬.৯০ ইকোনমিতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন ২০২১ ও ২০২৪ আইপিএলে। রাজস্থানের জার্সিতে ২০২১ সালে ১৪ ম্যাচে ফিজ ১৪ উইকেট নেন ৮.৪১ ইকোনমিতে। সবচেয়ে খরুচে বোলিং করেছেন ২০১৭ ও ২০২৩ আইপিএলে। ২০১৭ আইপিএলে হায়দরাবাদের হয়ে মোস্তাফিজ ১২.৭৫ ইকোনমিতে বোলিং করেও কোনো উইকেট পাননি। খেলেন মাত্র এক ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে ২ ম্যাচ খেলে ১১.২৯ ইকোনমিতে নেন ১ উইকেট।
আরও পড়ুন:
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২৫ মিনিট আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগে