ক্রীড়া ডেস্ক
ভারত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে গেছে গতকাল। চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) তীব্র গরমের মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের অনুশীলনের সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও দেখা গেছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে বাংলাদেশের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকলেও চেন্নাইয়ের অবস্থা একটু অন্য রকম। ভারতের তামিলনাড়ু শহরের তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চিপকেই যখন প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর, তখন তো বসে থাকার জো নেই। এই গরমের মধ্যেই আটঘাট বেঁধে আজ অনুশীলনে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকেল ৫টা ৭ মিনিটে চেন্নাইতে নাজমুল হোসেন শান্তদের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, শান্ত ব্যাটিং অনুশীলন করছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস কী যেন বলতে চাইলেন।
চেন্নাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশন মাঠে থেকে পর্যবেক্ষণ করেছেন হাথুরু ও হেম্প। শান্তদের ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের কাজও করেছেন তাঁরা। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অনুশীলন করেছেন। নাঈম হাসান, তাইজুল ইসলামরা তাঁদের ঘূর্ণিজাদু কতটা কাজ করছে, সেটা পরখ করেছেন। নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
সফরকারী বাংলাদেশ যেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, ভারতও তাদের অনুশীলন পর্ব চালিয়েছে আজ। বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্তরা করেছেন অনুশীলন। যেখানে অনুশীলনের সময় কোহলি চিপক স্টেডিয়ামের দেয়াল ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছেন। আচট মাস পর টেস্ট খেলতে যে কতটা ক্ষুধা নিয়ে নামছেন তিনি, সেটার প্রমাণ তাঁর এমন অনুশীলন।
বাংলাদেশ দলকে বহনকারী বিমান যখন গতকাল চেন্নাইয়ের চিপকে, তখন আকাশ থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রতীরবর্তী এ এম চিদাম্বরম স্টেডিয়াম। চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে বিকেলে পৌঁছেই বাংলাদেশ দল পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। তবে মাঠের লড়াইয়ে ভারতীয়দের কাছে এতটা ‘অভ্যর্থনা’ হয়তো পাবে না বাংলাদেশ। যেখানে ভারত সবশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকাতেও ভারত এক নম্বরে।
আরও পড়ুন-
ভারত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে গেছে গতকাল। চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) তীব্র গরমের মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের অনুশীলনের সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও দেখা গেছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে বাংলাদেশের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকলেও চেন্নাইয়ের অবস্থা একটু অন্য রকম। ভারতের তামিলনাড়ু শহরের তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চিপকেই যখন প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর, তখন তো বসে থাকার জো নেই। এই গরমের মধ্যেই আটঘাট বেঁধে আজ অনুশীলনে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকেল ৫টা ৭ মিনিটে চেন্নাইতে নাজমুল হোসেন শান্তদের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, শান্ত ব্যাটিং অনুশীলন করছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস কী যেন বলতে চাইলেন।
চেন্নাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশন মাঠে থেকে পর্যবেক্ষণ করেছেন হাথুরু ও হেম্প। শান্তদের ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের কাজও করেছেন তাঁরা। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অনুশীলন করেছেন। নাঈম হাসান, তাইজুল ইসলামরা তাঁদের ঘূর্ণিজাদু কতটা কাজ করছে, সেটা পরখ করেছেন। নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
সফরকারী বাংলাদেশ যেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, ভারতও তাদের অনুশীলন পর্ব চালিয়েছে আজ। বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্তরা করেছেন অনুশীলন। যেখানে অনুশীলনের সময় কোহলি চিপক স্টেডিয়ামের দেয়াল ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছেন। আচট মাস পর টেস্ট খেলতে যে কতটা ক্ষুধা নিয়ে নামছেন তিনি, সেটার প্রমাণ তাঁর এমন অনুশীলন।
বাংলাদেশ দলকে বহনকারী বিমান যখন গতকাল চেন্নাইয়ের চিপকে, তখন আকাশ থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রতীরবর্তী এ এম চিদাম্বরম স্টেডিয়াম। চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে বিকেলে পৌঁছেই বাংলাদেশ দল পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। তবে মাঠের লড়াইয়ে ভারতীয়দের কাছে এতটা ‘অভ্যর্থনা’ হয়তো পাবে না বাংলাদেশ। যেখানে ভারত সবশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকাতেও ভারত এক নম্বরে।
আরও পড়ুন-
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৭ ঘণ্টা আগে